এখন পড়ছেন
হোম > জাতীয় > “কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত।” – জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

“কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত।” – জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু’বছর ধরে করোনার সঙ্গে যেভাবে লড়াই করছেন দেশবাসী, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ করোনার টিকাকরনে ১০০ কোটির মাইলফলক ছাড়ালো দেশ। এই পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, কঠিন লক্ষ্য নির্ধারণ করে তা পূর্ণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। ভারতের টিকাকরণ কর্মসূচিকে সারা বিশ্বের সঙ্গে তুলনা করা হচ্ছে।

করোনা সংক্রমণকালে নিজের কর্তব্য পালন করেছে দেশ, আর তাতে এসেছে সাফল্য। ১০০ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য দেশ পেয়েছে। এই সাফল্য গোটা দেশের সাফল্য। দেশবাসীকে এজন্য তিনি অভিনন্দন জানালেন। প্রধানমন্ত্রী জানালেন, ভারতের সাফল্য নিয়ে আলোচনা করা হচ্ছে বিশ্বে। যে দ্রুততার সঙ্গে ১০০ কোটির ভ্যাক্সিনেশন ভারতে হয়েছে, তা নিয়ে আলোচনা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগে বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করা হতো। যখন অতিমারী শুরু হয়, তখন অনেক প্রশ্ন উঠেছিল। আজ ১০০ কোটি ভ্যাকসিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। সকলে আজ ভারতের শক্তির পরিচয় পাচ্ছে। যখন করোনা অতিমারী শুরু হয়, তখন বারবার বলা হয়েছিল যে, ভারতের পক্ষে এই লড়াই অত্যন্ত কঠিন হবে। এত অনুশাসন কি করে পালন করবে এই দেশ? কিন্তু সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি এই দেশে চালু হয়েছিল।

প্রধানমন্ত্রী জানান, করোনার ভ্যাকসিনেশন কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতিকে দূরে ঠেলে রাখা হয়েছে। সকলেই ভ্যাকসিন পেয়েছেন। ভ্যাকসিনেশন নিয়ে কোন রকম সংশয় ছিলনা। প্রদীপ জ্বালিয়ে, থালা বাজিয়ে যখন লড়াই হয়েছিল, তখন অনেকে প্রশ্ন করেছিলেন, এতে কি করোনা যাবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী জানালেন, ভারতের যে ভ্যাকসিনেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। ভ্যাকসিন তৈরি করা নিয়েও একটা বড় চ্যালেঞ্জ ছিল দেশের কাছে। দেশের সর্বত্র পৌঁছে দেয়া হয়েছে ভ্যাকসিন। বৈজ্ঞানিকভাবে ঠিক করা হয়েছে কোন রাজ্যে কতটা ভ্যাকসিন দেয়া হবে?

প্রধানমন্ত্রী জানান, গত বছর দেওয়ালির সময় সকলে অশান্তি ভোগ করেছিলেন, এবছরের দেওয়ালিতে ১০০ কোটি ভ্যাক্সিনেশন হয়েছে। তাই খানিকটা স্বস্তি দিয়েছে। এর ফলে ছোট ব্যবসায়ীরাও উৎসাহ পাবেন। এরপর দেশের মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, দেশ বড় রকম লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, তবে যতক্ষণ যুদ্ধ চলছে, ততক্ষণ অস্ত্র না নামাতে। সাবধানতার সঙ্গেই সকলকে উৎসব পালন করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানালেন, জুতো পরে যেমন বাইরে যাওয়া হয়, তেমনি মাস্ক পরেও যেন সেটা করা হয়। প্রসঙ্গত, ১৮ বছরের উর্ধ্বের নাগরিকদের এই বছরের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার টার্গেট নিয়েছে কেন্দ্র সরকার। আর এর সঙ্গেসঙ্গেই ১৮ বছরের কম যাদের বয়স, তাদেরও দ্রুত ভ্যাকসিনেশন শুরু করার চিন্তা-ভাবনা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!