এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বিজেপির ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এবার নির্দল প্রার্থী, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

বিজেপির ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এবার নির্দল প্রার্থী, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের প্রার্থী সমস্যা যেন আর মেটার নয়। রাজ্যের একের পর এক জায়গা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক করে দেওয়া প্রার্থীর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন এলাকার স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলি যত প্রকাশ্যে আসছে, ততই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করতে মরিয়া বিজেপি। কিন্তু সেই স্বপ্নে ইতিমধ্যেই বাধা সৃষ্টি করছে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ বলে মনে করছেন রাজনীতির কারবারীরা। প্রার্থী নির্বাচন নিয়ে আরেকটি ক্ষোভের ঘটনা এবার সামনে এলো।

বর্ধমানের খণ্ডঘোষ এর বিজেপি প্রার্থী বিজন মণ্ডলের বিরুদ্ধে এবার নির্দল প্রার্থী দেওয়ার ঘোষণা করল স্থানীয় বিজেপি নেতারা। ইতিমধ্যেই খণ্ডঘোষ এর বিজেপি প্রার্থী বিজন মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন রকম ‘চারিত্রিক গুণাবলী’ বিশিষ্ট পোস্টার পড়েছে এলাকায়। একই সাথে সেই পোস্টার সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। যা নিয়ে তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে।

 শনিবার খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় বিজন মণ্ডলের বিরুদ্ধে পোষ্টার দেওয়া হয়। পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে সরব হয় আদি বিজেপি নেতা-কর্মী, সমর্থকরা। এমনকি তারা প্রার্থী বদলের দাবিতে বাঁকুড়া রোড অবরোধও করেন বলে জানা যাচ্ছে। একই সাথে অন্যান্য কেন্দ্রের প্রার্থী নিয়েও শুরু হয়েছে অশান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে আদি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যেসব কেন্দ্রে দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রার্থী করা হয়েছে, সেইসব জায়গায় এবার নির্দল প্রার্থী দেবে আদি বিজেপি। যথারীতি প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও তুঙ্গে। গত জানুয়ারিতে বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে ব্যাপক গোলমাল হয়। সেসময় সাসপেন্ড করা হয় আদি বিজেপির নেতা স্মৃতিকান্ত মন্ডলকে। 

এবার আদি বিজেপির তরফ থেকে তাঁকেই বর্ধমান দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে বাকি আটটি কেন্দ্রেও নির্দল প্রার্থী দাঁড় করাবার প্রস্তুতি চলছে। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, দলের স্বার্থে যা ঠিক হয়েছে তাই মেনে নেওয়া হবে।

প্রাক্তন জেলা সভাপতি তথা রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সন্দীপ নন্দী জানিয়েছেন, যারা দলের প্রতীকে লড়াই করবেন, তাঁদের সাথে রয়েছে দলের কেন্দ্র-রাজ্য জেলা বুথ স্তরের নেতাকর্মীরা। বিশেষজ্ঞদের মতে, এই আত্মতুষ্টিই না বিপদে ফেলে আগামী দিনে গেরুয়া শিবিরকে। প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যেভাবে অশান্তি বেড়েছে তা থামাতে কেন্দ্র-রাজ্য নেতৃত্বকে রাতভর বৈঠকে বসতে হয়। 

কিন্তু তাতেও ফল কিছুই হয়নি। বরং তারপরে প্রার্থী তালিকা প্রকাশ করায় অশান্তি আরো বেড়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন গেরুয়া শিবিরের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এবার নির্দল প্রার্থী দেওয়ায় যথারীতি ভোট কাটাকাটি কিন্তু হবেই। এই অবস্থায় গেরুয়া শিবির যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে, সে কথা অনস্বীকার্য

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!