এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতেও অনুব্রতর ‘গুড়-বাতাসা-জলের থিওরি’ অব্যাহত, গলতে পারছে না ‘মশাও’

পঞ্চায়েতেও অনুব্রতর ‘গুড়-বাতাসা-জলের থিওরি’ অব্যাহত, গলতে পারছে না ‘মশাও’


প্রখর গরমে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। গত নির্বাচনে নির্বাচনের দিন আগত প্রত্যেক ভোটদাতাকে বীরভুমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক অনুব্রত মন্ডলের প্রস্তাবিত গুড়, জল দেওয়া হয়েছিলো নির্বাচনী বুথের বাইরে ।আর এই বছর মনোনয়নপত্র গ্রহণ কেন্দ্র থেকেই শুরু হয়ে গিয়েছে গুড়, জল, বাতাসা দেওয়া। অনুব্রতবাবুর ঘনিষ্ঠ এক তৃণমূলের দলীয় কর্মী এদিন বললেন,” গুড় জল খেলে শক্তি বাড়ে। ভোটের সময় কত ঝক্কি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এখন থেকেই তাই বল সঞ্চয় চলছে।” বৃহস্পতিবার সকাল থেকে সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরে মনোনয়নপত্র গ্রহণ পর্ব চলছে। অনেক বেলা অবধি সেখানে বিরোধী শিবিরের একটা মনোনয়নও জমা পড়েনি। মনোনয়নপত্র গ্রহণ কেন্দ্রের সামনেই রয়েছে মস্ত বড় একটা ভ্যান সেখানে অ্যালুমিনিয়ামের বিরাট থালায় ভর্তি বাতাসা, পাশে রাখা পাত্রে গুড়, সাথে রয়েছে এক বালতি জল। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়া প্রত্যেকের জন্যেই বরাদ্দ দু’টো বাতাসা, এক চামচ গুড় আর এক গেলাস জল। মনোনয়ন পত্র পেশ করতে যাওয়া স্থানীয় এক ব্যক্তি এদিন সংবাদমাধ্যমকে বললেন, ”দাদার সবদিকে খেয়াল। কিচ্ছুটি বাদ যাবেনি।” এই কথা শুনে পাশ থেকে একজন সমর্থন জানিয়ে বললেন, ”সেই। একটা মশাকেও গলতে দেবেন না তিনি।” শুধু পুরন্দরপুরই নয় বীরভূম জুড়ে বিস্তীর্ণ অঞ্চলেই মনোনয়ন পত্র জমা কেন্দ্রের বাইরে অনুব্রত বাবু প্রস্তাবিত জল বাতাসার আয়োজন রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!