এখন পড়ছেন
হোম > রাজ্য > বহিরাগত দিয়ে মারামারি করিয়ে শাসকদলের নামে দোষ দিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেতার

বহিরাগত দিয়ে মারামারি করিয়ে শাসকদলের নামে দোষ দিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেতার

বহিরাগত দিয়ে মারামারি করিয়ে শাসকদলের নামে দোষ দিচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেতার।এদিনের রায়গঞ্জের হাসপাতাল মোড়ে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং পেশ করতে যাওয়া মিছিলের ওপর দুষ্কৃতি আক্রমনের ঘটনাকে উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য , বিজেপির স্বতঃপ্রণোদিত , এবং ‘বহিরাগতদের দিয়ে গণ্ডগোল পাকিয়েছে’, ‘দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে পিছন থেকে ছবি তুলেছে বিজেপি’ বলে কটাক্ষ করলেন। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছিল যে এদিন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সকাল দশটা নাগাদ রায়গঞ্জের বিডিও অফিসে মনোনয়ন তুলতে যান বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়। এই সময় প্রায় ঘণ্টা দুয়েকের রাস্তা অবরোধ করে বিজেপি। বেলা দুটো নাগাদ ফের মনোনয়নপত্র প্রত্যাহার করতে যাওয়ার জন্য বিজেপির দলীয় অফিসের সামনে ভিড় সমান বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় রায়গঞ্জের হাসপাতাল মোড়ে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। তৃণমূলের তরফে ব্যাপক বোমা বৃষ্টি ও গুলি চালানো হয় বলেও দাবি করেছে বিজেপি।এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, বিজেপি বহিরাগতদের জড়ো করে,তাদেরকে রাস্তায় নামিয়ে পিছন থেকে ছবি তোলা হয়। সেই ছবিই সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেয় বিজেপি। এই গোটা ঘটনার সাথে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় পুলিশের একাংশ জড়িত বলে ইঙ্গিত করা হলো। নবান্ন সূত্রে খবর, এডিজি আইনশৃঙ্খলা অনুজ পান্ডে জানিয়েছে, হাসপাতাল মোড়ে বোমা-গুলি চালনার ঘটনায় জড়িত বহিরাগতরা। এবং এই ঘটনায় যাঁরা দোষী তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!