এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচনোত্তর শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে বাংলা বন্ধের পথে বঙ্গ-বিজেপি

নির্বাচনোত্তর শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে বাংলা বন্ধের পথে বঙ্গ-বিজেপি


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন পরবর্তীতে রাজ্যে বিভিন্ন অঞ্চলে চলা সন্ত্রাসের ঘটনার প্রসঙ্গে খড়গপুরে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়া জানালেন। তিনি এদিন অভিযোগের সুরেই জানালেন রাজ্যে এখনও তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস চলছে। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সন্ত্রাসের কবলে এ পর্যন্ত দুজন বিজেপি কর্মীর প্রাণহানি ঘটেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের সন্ত্রাসের এই ধারা যদি একই ভাবে চলতে থাকে তাহলে তিনি বাংলা বনধ ডাকার কথা বলেন। একই সাথে তিনি এদিন বেশ উদ্বেগ তাড়িত হয়েই বললেন, ” তৃণমূল জোর করে অনেককে দলে টানার চেষ্টা করছে। আমরা আটকাচ্ছি। অনেককে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখাও হয়েছে। কিন্তু, এভাবে তো এলাকা ছেড়ে বাইরে বেশি দিন রাখা যাবে না। সিপিএম, কংগ্রেস ছেড়ে তো অনেক বিধায়ক চলে গিয়েছেন। আমাদের দু’-চার জন চলে যাবে, আর কী করা যাবে? তবে, তাঁরা গেলেও পরে আরও অনেককে নিয়ে ফিরে আসবেন। তবুও যাতে কেউ না যায় আমরা তার চেষ্টা করছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!