এখন পড়ছেন
হোম > রাজ্য > সুযোগ পেতেই তৃণমূল প্রধানের স্বামীকে বেধড়ক পেটাল কংগ্রেস জেলা সভাপতি

সুযোগ পেতেই তৃণমূল প্রধানের স্বামীকে বেধড়ক পেটাল কংগ্রেস জেলা সভাপতি

মনোনয়নপত্র পেশের দিন দুদলের দলীয় কোন্দলে আচমকাই উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের দিঘিপাড়া পঞ্চায়েত এলাকা। জানা যাচ্ছে এদিন সকালে ক্যানিংয়ের পুরোনো BDO অফিস চত্বরে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভিড় করেছিলো। কংগ্রেসের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করবার জন্যে ওখানে উপস্থিত হলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকরা ওই কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করতে বাধা দে ফলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরের দিকে তা মারামারির পর্যায়ে চলে যায় ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ ওঠে এই সময়ে দিঘিপাড়া পঞ্চায়েত প্রধানের স্বামী তথা ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেস নেতা গোপাল কুণ্ডু’-কে জেলা কংগ্রেস সভাপতি অর্ণব রায়ের অনুগামীরা মারধর করে।এই নিয়ে গোপাল বাবু অভিযোগ করে বলেন ,“অর্ণব রায় সামনে দাঁড়িয়ে ছিল। ওর নেতৃত্বে উদয় মণ্ডল, বাবলু শেখ, প্রশান্ত মণ্ডলরা মারধর করে। আমাকে গুলি করে মারার কথা বলে। আমি বন্দুক ধরে নিই। তারপর আবার মারধর করে।” ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা যায় কংগ্রেস কর্মীদের থেকে মার খেয়ে প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মীরা পালিয়ে গেলেও পরে তারা সংঘবদ্ধ ভাবে এলাকায় ফিরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠি চার্জ করে। তখন শাসকদলের কর্মীরা জোট ভেঙে যে যার মতন সরে যায়। এরপরে ক্যানিং পুলিশ দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে কয়েকটি বাইক তুলে নিয়ে যায়। এবং সন্দেহজনক বেশ কয়েকজন দলীয় কর্মীকে আটক করে। যদিও কংগ্রেসের তরফ থেকে এদিনের ঘটনায় তাদের কার্যকলাপের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!