আদালতের সাওয়ালে চাপে রাজ্য, বকেয়া DA নিয়ে ফের আশার আলো দেখছে সরকারীকর্মীরা রাজ্য January 30, 2018 এদিন রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টে কর্মীদের মহার্ঘভাতা দিতে দেরির কথা কার্যত স্বীকার করে নিলেন। আর এর পরেই হাইকোর্ট দেরির তালিকা তলব করেছে। যার ফলে ফের আশার আলো দেখছে সরকারি কর্মীরা। জানা গেছে যে সরকারি আইনজীবী কিশোরবাবু যেহেতু স্বীকার করে নিয়েছেন যেDA নিয়ে দেরির কথা তাই ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ডিএ বকেয়া,এটা স্বীকৃতি পেলো বলেই মনে করছে সরকারি কর্মীরা। জানা গেছে আজ ফের আদালতে বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবী রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের সমান ডিএ পাওয়ার যোগ্য এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র তফাৎ কতটা তা নিয়েও সওয়াল করবেন।আদালত এই নিয়ে খুব শীঘ্রই একটা কিছু ভালো খবর শোনাবে এই আশায় এখন কর্মীরা বুক বাধঁছেন। আপনার মতামত জানান -