এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার বিশ্বের কাছে বাংলার শিল্পবান্ধব পরিবেশ কলকাতাতেই তুলে ধরবেন মুখ্যমন্ত্রী

এবার বিশ্বের কাছে বাংলার শিল্পবান্ধব পরিবেশ কলকাতাতেই তুলে ধরবেন মুখ্যমন্ত্রী

সিঙ্গুর আন্দোলন কে ইতিহাসের পাতায় স্থান দিয়ে দেশের জমি, জল, বিদ্যুৎ অথবা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধাকে, বাংলায় আজ থেকে আগামী দুই দিনের জন্য শুরু হওয়া সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’ হরাসিস এশিয়ার প্রথম শিল্প সম্মেলনে ৬৫ দেশের ৩৫০ জন প্রতিনিধিদের সামনে তুলে ধরতে চায় রাজ্য সরকার। আগামীকাল সেখানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে ওই বৈঠকে দুই-একজন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়ালও যোগ দিতে পারেন।
মুখ্যমন্ত্রী আগামী দিনে বাংলায় শিল্পের বিশাল সম্ভাবনা এবং এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তার পাশাপাশি এশিয়ার বিভিন্ন প্রান্তে রপ্তানির সুবিধাকেও বিশেষ ভাবে তুলে ধরতে চলেছেন বলে সূত্রের খবর। ফলে আগামী দিনে বাংলায় শিল্পের প্রসার আরো হতে পারে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!