এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘খেলা হবে’ স্লোগান এবার জাতীয় স্তরেও, তৃণমূল সাংসদরা মুখর হলেন সংসদের অন্দরে

‘খেলা হবে’ স্লোগান এবার জাতীয় স্তরেও, তৃণমূল সাংসদরা মুখর হলেন সংসদের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে শোনা গিয়েছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। কার্যত বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানকে মাত দিতে তৃণমূলের পক্ষ থেকে আমদানি হয় এই ‘খেলা হবে’ স্লোগানের। এবং সময়ের সাথে সাথে দেখা গিয়েছে এই ‘খেলা হবে’ স্লোগান ব্যাপক জপ্রিয়তা পেয়েছে রাজ্যজুড়ে। এখনতো এই ‘খেলা হবে’ স্লোগান বাংলা ছেড়ে পাড়ি দিয়েছে ভিন রাজ্যেও। হয়ে গিয়েছে ভাষান্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আগামী 16 ই আগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। আর এবার ‘খেলা হবে’ স্লোগানকে জাতীয় স্তরে নিয়ে গেলেন তৃণমূল সাংসদরা।

কার্যত বিজেপি বিরোধী স্লোগান হিসেবে এবার ‘খেলা হবে’ স্লোগানটিকে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন তৃণমূল সাংসদরা। কার্যত সেই লক্ষ্যেই এবার সংসদেও শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। বুধবার লোকসভার ওয়েলে নেমে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সে সময় সংসদ জুড়ে তৃণমূল সাংসদরা ‘খেলা হবে’ স্লোগানে মুখর হলেন। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। মূলত, তিনি বিজেপি বিরোধী জোটকে আরও সক্রিয় করে তুলতে তিনি যে দিল্লি গিয়েছেন সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সংসদীয় কমিটির চেয়ারপার্সন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর থেকেই তৃণমূলের সাংসদরা রীতিমতো সক্রিয় হয়ে উঠেছেন। একইসাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা এবার বিজেপিকে কোণঠাসা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং সেক্ষেত্রে তাঁদের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে পেগাসাস কান্ড। বুধবার সংসদের ওয়েলে নেমে পেগাসাস কাণ্ড নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। আর সে সময় তাঁদের মুখে শোনা যায় ‘খেলা হবে’ স্লোগান। কার্যত মনে করা হচ্ছে, ‘খেলা হবে’ স্লোগানকে জাতীয় স্তরে বিরোধিতার ক্ষেত্রে ক্যাচলাইন করে তুলতে চাইছে তৃণমূল।

বাংলাতেও অল্পসময়ের মধ্যেই এই খেলা হবে স্লোগান বিশাল জনপ্রিয় হয়ে ওঠে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রতিটি নেতা-নেত্রীর মুখে কমবেশি ‘খেলা হবে’ স্লোগান শোনা গিয়েছে। আর এবার মনে করা হচ্ছে, জাতীয় রাজনীতিতে তৃণমূল এই ‘খেলা হবে’ স্লোগানকে এবার বিজেপি বিরোধীতার ক্ষেত্রে অন্যতম স্লোগান হিসেবে প্রয়োগ করতে চাইছে। লক্ষ্য একটাই, গেরুয়া শিবিরকে চাপে ফেলা। তবে জাতীয় স্তরে তৃণমূল সাংসদদের ‘খেলা হবে’ স্লোগানকে জনপ্রিয় করাটা কার্যত কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!