এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় সুখবর অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের, খুশির হাওয়া!

বড়সড় সুখবর অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের, খুশির হাওয়া!


রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন না পাওয়া নিয়ে ইতিমধ্যেই নানা মহলের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এবার তাদের জন্য কিছুটা হলেও খুশির খবর এল। সূত্রের খবর, সরকারি হাসপাতালের পে কেবিনে চিকিৎসা পাওয়ার সুযোগ পেলেন স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা রাজ্য সরকারের সমস্ত শ্রেণীর কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। জানা গেছে, সম্প্রতি অর্থ দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল যে, রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের একটা বিরাট অংশ সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ পাবেন না। আর এই খবর প্রকাশিত হওয়ার পরই নানা মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। কেন তাদেরকে এরকম চোখে দেখা হচ্ছে, কেন তাদের জন্য পৃথক নগয়ম, তা নিয়ে সরব হন একাংশ।

আর এবার অর্থ দপ্তরের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিকে সংশোধিত করে নয়া নির্দেশিকা জারি করা হল। যেখানে রাজ্য সরকারের সমস্ত শ্রেণীর কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটল বলে মত ওয়াকিবহাল মহলের। কিন্তু অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রথমে জারি করা নির্দেশিকার সঙ্গে এই নির্দেশিকার ঠিক কি পার্থক্য রয়েছে! জানা গেছে, প্রথম নির্দেশিকায় জানানো হয়েছিল, 17 হাজার থেকে 45 হাজার টাকা বেতনের সরকারি কর্মী এবং 8500 থেকে 22 হাজার 500 টাকা পর্যন্ত পেনশনভোগীদের সুযোগ পাবেন না। তবে তার উর্ধে বেতন থাকা কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা সেই সুযোগ পাবেন।

যেখানে কার জন্য কি রকম কেবিন বরাদ্দ, তাও উল্লেখ করে দেওয়া হয়। তবে এবার সংশোধিত নির্দেশিকায় তা পরিবর্তন করে জানানো হয়েছে যে, 17 হাজার থেকে 45 হাজার টাকা বেতনের কর্মী এবং 8500 থেকে 22 হাজার 500 টাকা পেনশন প্রাপ্ত সরকারি হাসপাতালে দুজন থাকার পে কেবিনে ভর্তি হতে পারবেন। কিন্তু কবে চালু হবে এই ব্যবস্থা! বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই এসএসকেএম ও মেডিকেল কলেজ হাসপাতালে তা চালু হয়ে গেছে। তবে কিছুদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালগুলোতে সেই ব্যবস্থা চালু হয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই নানা ঘটনায় রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুটা হলেও ক্ষুন্ন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীরা। তবে এবার স্বাস্থ্যব্যবস্থাতেও চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের বঞ্চিত হওয়ার ঘটনায় তারা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছিলেন। যার ফলে রাজ্য সরকার কার্যত চাপে পড়েই নিজেদের বিজ্ঞপ্তি করা নির্দেশিকা সংশোধিত করে নয়া নির্দেশিকা জারি করে সেই কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন ভোগীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!