বচসার জেরে তৃণমূল প্রার্থীর নাক কামড়ে ছিঁড়ে নিল কংগ্রেস কর্মী রাজ্য April 27, 2018 আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের নিরবিচ্ছিন্ন ধারা বইছে রাজ্য জুড়ে। নির্বাচনী প্রচারের পর বাড়ি ফেরার পথে বিরোধী দলের কর্মীদের হাতে আক্রান্ত হলো শাসক দলের প্রচারকর্মী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের কোতোয়ালি এলাকায়। এদিন রাতে দলীয় প্রার্থী সুমিতা সাহার হয়ে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী রাজীব শেখ। রাজীব শেখের বাড়ির কিছুটা আগেই তাঁর পথ আটকায় কংগ্রেস কর্মী আনোয়ার শেখ ও সেন্টু শেখ তাঁদের দলবল। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে কোনো কথা বার্তা শুরু করার আগেই রাজীব শেখের ওপরে আক্রমন চালায় তারা। এলোপাথারি মারধর করতে শুরু করে রাজীব শেখকে। অভিযোগ উঠেছে এইসময়ে কিছু বুঝে ওঠার আগে হঠাৎই রাজীব শেখের নাকে দাঁত বসিয়ে দেন আনোয়ার শেখ। অল্প সময়ের মধ্যে আনোয়ার শেখের কবল থেকে রাজীব শেখ নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এরমধ্যেই রাজীব শেখের নাকের অগ্রভাগের চামড়া ছিঁড়ে গেছে। এলাকার স্থানীয় মানুষজন এইসময় রাজীব শেখকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বিগত কয়েক মাস যাবত হিংসা মারামারি খুন জখমের ঘটনা তো সকলের কাছে পরিচিত। কিন্তু মালদহের ঘটনা যে সবথেকে আলাদা তা বলার অপেক্ষা রাখেনা। আপনার মতামত জানান -