এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আপাতত শেষ পঞ্চায়েত নিয়ে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি, কি হল শেষ বিচার?

আপাতত শেষ পঞ্চায়েত নিয়ে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি, কি হল শেষ বিচার?

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের করা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলায় শুনানি শুরু হতেই শাসকদল ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে অনৈক্যের ছবি স্পষ্ট হয়ে যায়। বিচারপতির প্রশ্নের উত্তরে রীতিমত থতমত অবস্থা কমিশনের সচিবের। এদিনের শুনানির প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে ছিলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমেই সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ দেয়ার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে দেন। কল্যানবাবুর এহেন সওয়াল শুনে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্বাচন কমিশনের সচিবকে পাল্টা প্রশ্ন করেন যে তিনিও কল্যানবাবুর সঙ্গে সহমত কিনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জবাবে নির্বাচন কমিশনের সচিব জানান যে তিনি সমর্থন করছেন না। এরপরে বিচারপতিরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন নির্বাচন কমিশনের সচিবের দিকে, তিনি তার উত্তরও দেন। কিন্তু বিচারপতিদের শরীরী ভাষায় প্রকাশ পেতে থাকে তাঁরা সেই উত্তরে খুব একটা খুশি নন। এরপরেই বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন শুনানি আপাতত শেষ, আজ আজ বিকাল সাড়ে চারটের সময় এই মামলার রায়দান করবেন তাঁরা। এদিনের বিরোধীদের তরফে বিজেপির আইনজীবীরা ছাড়াও উপস্থিত আছেন বামফ্রন্টের প্রবীণ নেতা রবীন দেব ও অন্যান্য শীর্ষনেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!