এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে আদালতের বক্তব্যে চাপে কমিশন, জেনে নিন!

মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে আদালতের বক্তব্যে চাপে কমিশন, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে মনোনয়ন পেশের সময়সীমার কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুক্রবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তা চলবে চলতি মাসের 15 তারিখ পর্যন্ত। তবে প্রথম থেকেই এই অল্প সময়ের মধ্যে কিভাবে সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর সেই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। যার ফলে পর্যবেক্ষণে সেই মনোনয়নপত্র পেশের সময়সীমা নিয়ে কমিশনকে পুর্নবিবেচনা করতে বললো আদালত।

প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে মামলা দায়ের হয়‌। আর সেই মামলার পর্যবেক্ষণে আদালত জানায়, এই অল্প সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করার যে বিষয়টি বলা হয়েছে, তা পুনর্বিবেচনা করুক নির্বাচন কমিশন। শুধু তাই নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যদি প্রয়োজন হয়, তাহলে নির্বাচন পরিচালনা করতে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাজ করতে পারে বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে গোটা বিষয়ে রাজ্যকে আগামী সোমবার নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, প্রথম থেকেই এই অল্প সময়ের মধ্যে কিভাবে মনোনয়নপত্র জমা করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। অবশেষে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। আর এবার আদালত তাদের প্রাথমিক পর্যবেক্ষণে নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে কমিশনকে এই ব্যাপারে কিছুটা হলে অস্বস্তির মুখে ফেলে দিল বলেই মনে করছেন একাংশ। তবে শেষ পর্যন্ত পরবর্তী শুনানিতে আগামী সোমবার এই ব্যাপারে আদালতে কি জানায় রাজ্য এবং নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!