মাধ্যমিকে প্রশ্নফাঁস: অন্তর্তদন্ত নিয়ে দ্বিধায় শিক্ষামন্ত্রী, বাড়ছে জল্পনা রাজ্য April 3, 2018 বিদ্যালয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। য়ার সেই পরীক্ষায় কী না প্রশ্ন পত্র ফাঁস! ঘটনার সূত্রপাত জলপাইগুড়ির ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদয়াল রায় নির্ধারিত সময়ের আগেই মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেট খোলার ফলে তাঁর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এরপর এই ঘটনার জল অনেক দূর গড়ায়। মধ্য শিক্ষা পর্ষদ থেকেও জিজ্ঞাসাবাদ করা হয় সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় সহ সাত জনকে। এই রিপোর্ট পাঠানো হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে পার্থ বাবু কে মধ্য শিক্ষা পর্ষদের পাঠানো রিপোর্ট প্রসঙ্গে সাংবাদ মাধ্যম জিজ্ঞাসা করলে , তিনি জানালেন , ”আমাদের এত মাথাব্যথা হয়নি। পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন নতুন করে আমার যতটুকু জানার আমি জানব। যে দোষী সাব্যস্ত হবে, পর্ষদ নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। না-হলে প্রশাসনিক ভাবে যে-তদন্ত চলছে, সেখান থেকে খবর নিয়ে ব্যবস্থা নেব।” আবার গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বললেন, ‘পরীক্ষা হয়ে গিয়েছে। এখন পরীক্ষার অন্তর্তদন্ত করে আর কতটুকু লাভ হবে! বরং পরবর্তী পরীক্ষায় যাতে এমন ঘটনা না-ঘটে, সেই বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে।” সমদ্র ঘটনা সত্যতা এবং অভিযুক্তদের শাস্তি দেওয়ার বিষয়ে এত সময় লাগার কারণ কী , এই বিষয়ে মন্ত্রী বললেন, ”এখন তো ভাত বেড়ে বসে নেই। পরীক্ষা হয়ে গিয়েছে। এখন পরীক্ষার অন্তর্তদন্ত করে কতটুকু লাভ হবে? যাতে পরবর্তী পরীক্ষায় এই ধরনের কাজ না-হয়, সে-দিকে আরও বেশি সতর্ক নজর রাখতে হবে।” এদিকে এবিটিএ-র সাধারণ সম্পাদক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”মন্ত্রীর এই শিথিল মনোভাবে দুর্নীতিগ্রস্তরা আরও বেশি প্রশ্রয় পাবে। আগামী দিনে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার প্রবণতা আরও বাড়বে।” আপনার মতামত জানান -