এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে শিক্ষক নিয়োগে বিশেষ ছাড়ের জন্য কেন্দ্রের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যে শিক্ষক নিয়োগে বিশেষ ছাড়ের জন্য কেন্দ্রের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

১২,২২২ জন শিক্ষক নিয়োগে যোগ্যতা মানে ছাড়ের জন্য প্রধানমন্ত্রীর প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রের সঙ্গে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তাঁকে রাজ্যের যে ৬টি দাবীর কথা জানান ত্রিপুরা সরকার, তার ভিতর অন্যতম ছিল শিক্ষক নিয়োগের যোগ্যতা মানে ছাড়ের বিষয়টি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর অনুযায়ী,ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধান সচিবকে জানিয়েছেন, যদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে যোগ্যতা মানে একবারের জন্য ছাড় দেওয়া না হয় তাহলে খুব সমস্যায় পড়বে রাজ্য।১২,২২২ জন শিক্ষক তাহলে রাজ্যের তরফ থেকে নিয়োগ করা যাবে না।শিশু অধিকার রক্ষা আইন ২০০৯ এবং এনসিটিই গাইডলাইন অনুযায়ী,টেট বাধ্যতামূলক সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।টেটে বসতে গেলে স্নাতকোত্তর প্রার্থীকে ৫০% নম্বর পেতেই হবে। এর আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অসম ও পশ্চিমবঙ্গে এই নিয়মের ছাড় দিয়েছিলো। ১৮ ফেব্রুয়ারিতে রাজ্যের নির্বাচনে অন্যতম ইস্যু ছিল শিক্ষক নিয়োগের বিষয়টি।কারণ সুপ্রিম কোর্ট বাম আমলে নিয়োগ হওয়া ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি ছেটে রাজ্যের হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!