এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের খুন তৃণমূল কর্মী ,অভিযোগের তীর বাম কং- এর দিকে

ফের খুন তৃণমূল কর্মী ,অভিযোগের তীর বাম কং- এর দিকে

ফের পঞ্চায়েতের আগে বলি হলো তরতাজা এক প্রাণ।এদিন মালদহর পুখুরিয়া থানার শ্রীপুর ২ গ্রামপঞ্চয়েতের কুমারগঞ্জ এলাকায় তৃণমূলে কর্মী নয়ন মণ্ডল-কে গুলি করে খুন করা হলো। অভিযোগের তীর সিপিএম-কংগ্রেসের দিকে। পরিবার সূত্রে জানা গেছে যে নয়নবাবু বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে স্থানীয় বাজারে যাচ্ছিলেন সেইসময় তাঁকে লক্ষ্য করে,তাঁর পথ আটকে এলোপাথাড়ি গুলি চালায় আব্দুল কুদ্দুস, সাদেক আলী, মাসুদ আলম নামে
কয়েকজন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরিবারের দাবি এরা সকলেই কংগ্রেস ও সিপিআইএমের কর্মী। এরপর নয়নবাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা ছুতে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই নিয়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ২০১৬ সালে জোট বেঁধে বার্থ হয়েছিল বাম কংগ্রেস, কিন্তু তাতে বার্থ হয়েছে তারা,তাই এই কাজ করেছে। দোষীদের উপযুক্ত শাস্তি চায়। আর পরিবারের পশে আছে দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!