এখন পড়ছেন
হোম > রাজ্য > বিরোধীরা আদালতে আটকে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দিতে হবে: সুব্রত মুখোপাধ্যায়

বিরোধীরা আদালতে আটকে, বাইরে থেকে তালা ঝুলিয়ে দিতে হবে: সুব্রত মুখোপাধ্যায়


মঙ্গলবার আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় হাজির ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন প্রচারমঞ্চ থেকে বিরোধীদের প্রবল সমালোচনা করে তিনি বললেন, “বিরোধীরা এখন আদালতমুখী। ময়দানে রয়েছে একমাত্র তৃণমূল। ওরা যেভাবে আদালতে দৌড়চ্ছে, তাতে ওদের পাকাপাকি জায়গা করে দিতে হবে আদালতেই। ওরা ভিতরেই থাক, আমরা তালা দেব বাইরে থেকে!” পঞ্চায়েত নির্বাচনের তারিখে বিরোধীদের অবস্থান প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী বিদ্রুপ করে বললেন, “ভোটের দিনও ওঁরা আদালতে আটকে থাকবেন। ওঁদের দৌড় বোঝা হয়ে গিয়েছে। দৌড় ওঁদের আদালত পর্যন্ত, মানুষের আদালতে ওঁরা আসতে ভয় পান। ভোটের দিনও তাই ওঁদের আদালতে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিতে হবে। ভোটের ময়দানে থাকবেন না ওঁরা। ভোটের ময়দানে থাকবে তৃণমূল কংগ্রেসই। ” এদিন বিরোধী শিবিরের শুধু বিজেপিই নয় কংগ্রেস বা সিপিএইএমকেও রেয়াত করলেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয়ে বিরোধীদের কথা মামলার গুলির উল্লেখ করলেন তিনি এদিনের মঞ্চ সভায়। উল্লেখ্য ১৪ ই মে একদফায় ভোট ঘোষণা হলেও আজ অবধি তা চুড়ান্ত হয়নি। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একটা চরম অনিশ্চয়তা দেখা যাচ্ছে। সুব্রত বাবু এদিন বললেন, ” মানুষের সমর্থন হারিয়েছে বিরোধীরা। ফলে জনবিচ্ছিন্ন হয়ে ভোটের ময়দান থেকে ছিটকে গিয়েছে। আদালতকে আশ্রয় করে বিরোধী দলের নেতানেত্রীরা টিকে থাকতে চাইছেন। শেষমেশ তো ভোটের ময়দানে আসতেই হবে! কিন্তু বিরোধীদের যা অবস্থা, ভোটের দিনও না ওঁরা আদালতেই আটকে থাকে। ওইদিনও দেখা যাবে ওঁরা আদালতে। আর ওঁদের আদালতেই আটকে রাখতে হবে। ময়দানে থাকবে তৃণমূল কংগ্রেস।” পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষদের জন্যে তৃণমূল কংগ্রেস নাকি গেরুয়া শিবির কাকে সমর্থন করা উচিত তার তুলনামূলক আলোচনা করে তিনি বললেন, “বিজেপিকে একটা ভোট দেওয়া অর্থ উন্নয়নকে পিছিয়ে দেওয়া। কেউ উন্নয়নকে পিছিয়ে দেবেন না। যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে রাজ্যজুড়ে সেই উন্নয়নের সাথী হন সবাই। এই আমাদের আবেদন। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করুন। বাংলাকে সোনার বাংলা গড়ে তুলুন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!