এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় গেরুয়া উত্থান হলেও গড় অক্ষুন্ন থাকছে বলছে এবিপি-নিয়েলসনের সমীক্ষা

বাংলায় গেরুয়া উত্থান হলেও গড় অক্ষুন্ন থাকছে বলছে এবিপি-নিয়েলসনের সমীক্ষা


ঢাকে কাঠি পরে গেছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের। সেই নির্বাচনের আবহে বাংলায় একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি ৪২ এ ৪২, অন্যদিকে প্রবল প্রতিপক্ষ বিজেপির দাবি বাংলা থেকে অন্তত ২২-২৩ টি আসন। কিন্তু, গত দুদিন ধরে প্রকাশিত এবিপি ও নিয়েলসনের সমীক্ষা সঠিক হলে – কারোর মনোস্কামনাই বোধহয় পূরণ হতে পারছে না। বাংলায় বিজেপির ভোট শতাংশ ব্যাপক বৃদ্ধি হয়ে রাজ্যের দ্বিতীয় শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা থাকলেও, এ রাজ্যে গড় অক্ষুন্ন থাকছে শাসকদলের বলেই দাবি করেছে এবিপি-নিয়েলসনের সমীক্ষা।

অন্যদিকে, কংগ্রেসের আসন গতবারের তুলনায় কমলেও, বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের ‘সাইনবোর্ড’ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়, তাও হতে চলেছে ব্যর্থ। রাজ্য থেকে এবার তিন-তিনটি আসন ছিনিয়ে নিতে পারে রাহুল গান্ধীর দল। পাশাপাশি, নিজেদের রক্তক্ষরণ রুখে ভোট শতাংশের হিসাবে সম্মানজনক অবস্থানে শেষ করলেও, আসন সংখ্যার হিসাবে কপাল পুড়তে চলেছে বামেদের। গতবার, রাজ্যজুড়ে ঘাসফুলের দাপটে দুটি আসন বামফ্রন্টের হাতে থাকলেও, এবারে সেই সংখ্যা নেমে আসতে চলেছে শূন্যতে। ফলে সব মিলিয়ে এবিপি-নিয়েলসনের সমীক্ষা একাধিক চমকপ্রদ ফলাফল সামনে এনেছে।

একনজরে, এবিপি-নিয়েলসনের হিসাবে বাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোট শতাংশের হিসেব –
তৃণমূল কংগ্রেস – ৩৭%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ২৪%
কংগ্রেস – ৯%
অন্যান্য – ৪%

একনজরে, এবিপি-নিয়েলসনের হিসাবে বাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত আসন সংখ্যার হিসেব –
তৃণমূল কংগ্রেস – ৩১
বিজেপি – ৮
কংগ্রেস – ৩
বামফ্রন্ট – ০
অন্যান্য – ০

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে, এবিপি-নিয়েলসনের হিসাবে বাংলায় আসন্ন লোকসভা নির্বাচনে কোন আসন যেতে পারে কোন দলের দখলে –
১. কুচবিহার – তৃণমূল কংগ্রেস
২. আলিপুরদুয়ার – বিজেপি
৩. জলপাইগুড়ি – তৃণমূল কংগ্রেস
৪. দার্জিলিং – বিজেপি
৫. রায়গঞ্জ – বিজেপি
৬. বালুরঘাট – বিজেপি
৭. মালদা উত্তর – তৃণমূল কংগ্রেস

৮. মালদা দক্ষিণ – কংগ্রেস
৯. জঙ্গিপুর – কংগ্রেস
১০. বহরমপুর – কংগ্রেস
১১. মুর্শিদাবাদ – তৃণমূল কংগ্রেস
১২. কৃষ্ণনগর – বিজেপি
১৩. রানাঘাট – তৃণমূল কংগ্রেস
১৪. বনগাঁ – বিজেপি

১৫. ব্যারাকপুর – বিজেপি
১৬. দমদম – তৃণমূল কংগ্রেস
১৭. বারাসত – তৃণমূল কংগ্রেস
১৮. বসিরহাট – তৃণমূল কংগ্রেস
১৯. জয়নগর – তৃণমূল কংগ্রেস
২০. মথুরাপুর – তৃণমূল কংগ্রেস
২১. ডায়মন্ড হারবার – তৃণমূল কংগ্রেস

২২. যাদবপুর – তৃণমূল কংগ্রেস
২৩. কলকাতা দক্ষিণ – তৃণমূল কংগ্রেস
২৪. কলকাতা উত্তর – তৃণমূল কংগ্রেস
২৫. হাওড়া – তৃণমূল কংগ্রেস
২৬. উলুবেড়িয়া – তৃণমূল কংগ্রেস
২৭. শ্রীরামপুর – তৃণমূল কংগ্রেস
২৮. হুগলি – তৃণমূল কংগ্রেস

২৯. আরামবাগ – তৃণমূল কংগ্রেস
৩০. তমলুক – তৃণমূল কংগ্রেস
৩১. কাঁথি – তৃণমূল কংগ্রেস
৩২. মেদিনীপুর – তৃণমূল কংগ্রেস
৩৩. ঘাটাল – তৃণমূল কংগ্রেস
৩৪. ঝাড়গ্রাম – তৃণমূল কংগ্রেস
৩৫. পুরুলিয়া – তৃণমূল কংগ্রেস

৩৬. বাঁকুড়া – তৃণমূল কংগ্রেস
৩৭. বিষ্ণুপুর – তৃণমূল কংগ্রেস
৩৮. বর্ধমান পূর্ব – তৃণমূল কংগ্রেস
৩৯. বর্ধমান দুর্গাপুর – তৃণমূল কংগ্রেস
৪০. আসানসোল – বিজেপি
৪১. বোলপুর – তৃণমূল কংগ্রেস
৪২. বীরভূম – তৃণমূল কংগ্রেস

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!