এখন পড়ছেন
হোম > অন্যান্য > আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের

আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ আবার তীব্র আকার ধারণ করতে শুরু করেছে দেশজুড়ে। করোনা সংক্রমনে সবচেয়ে বেশি কাহিল মহারাষ্ট্র। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন। মনে রাখা প্রয়োজন, গতবছর এরকম সময়েই করোনা সংক্রমণ শুরু হয়েছিল দেশজুড়ে। এক বছর পর আবার একই রকম পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রক ও সকল দেশবাসীর।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে মোট ৪০ হাজার ৯৫৩ জন মানুষ করোনা সংক্রামিত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ১৮৮ জনের। করোনা থেকে দৈনিক সুস্থতার হারও কমে গেছে। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২৩ হাজার ৬৫৩ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনার যে সংক্রমণ দেখা যাচ্ছে, গত কয়েক মাসের মধ্যে তা রেকর্ড বলা যায়। মহারাষ্ট্র, গুজরাট এর পরিস্থিতি সংকটজনক অবস্থায় পৌঁছে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পল এ প্রসঙ্গে জানিয়েছেন যে, যেখানে বহু মানুষের জমায়েত ঘটছে, সেখানেই করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। করোনার ব্যাপকহারে সংক্রমন বৃদ্ধিতে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রকের। আবার নতুন করে লকডাউন করা হবে কিনা? সে বিষয়ে নিয়ে চিন্তাভাবনা চলছে। সম্প্রতি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিছু জেলায় আংশিক লকডাউন, নাইট কারফিউ দেখা যাচ্ছে।

নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পল করোনার সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে জানিয়েছেন, বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না রাস্তাঘাটে, দোকান- বাজার, গণপরিবহনে। অধিক মানুষের ভিড় থেকেই করোনা সংক্রমণ দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি জানিয়েছেন আনলক পর্বে বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশি অতিথির সমাগমে নিষেধ করা হয়েছিল।

এই নিয়ম চালু ছিল শেষকৃত্যের ক্ষেত্রেও। কিন্তু যখন থেকেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসে, তখন থেকেই এই নিয়মের তোয়াক্কা করছে না অনেকেই। নাইট পার্টি, বিয়েবাড়িতে বিপুল জমায়েত দেখা যাচ্ছে। এর ফলে বাড়ছে করোনার সংক্রমণ। তিনি জানিয়েছেন পাঞ্জাবে অন্তত ৩০ শতাংশ করোনা সংক্রমণ অনুষ্ঠান বাড়ি থেকেই ছড়িয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!