এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদালতে বড়সড় ধাক্কা মমতা পুলিশের, গণনার আগেই উচ্ছ্বসিত রেখা পাত্র!

আদালতে বড়সড় ধাক্কা মমতা পুলিশের, গণনার আগেই উচ্ছ্বসিত রেখা পাত্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রেখা পাত্র যেভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছেন, তা সত্যিই স্যালুট জানানোর মত। আগামীকাল ভোট গণনা। তাই তার আগে আবার নতুন করে মামলা দিয়ে তাকে জেলে ঢোকানো হতে পারে, এইরকম একটা আশঙ্কা ছিল। ফলে রক্ষাকবচ নিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে গণনার একদিন আগে বড়সড় স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। যেখানে আগামী 5 জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই ব্যাপারে একটি নির্দেশ দিয়েছেন। যেখানে রেখা পাত্রের বিরুদ্ধে পুলিশের নতুন এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, আগামী 5 জুলাই পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। স্বাভাবিকভাবেই ভোট গণনার আগে পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা হলেও আদালতের এই নির্দেশ রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুখে ঝামা ঘষে দিলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!