এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইকোর্টের রায় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরি

হাইকোর্টের রায় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরি


পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ হাইকোর্টের রায় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরি।এদিন তিনি জানালেন যে “হাইকোর্টের রায়ে কিছুটা হলেও প্রলেপ পড়ল আমাদের ক্ষতর উপর।” প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি সুব্রত তালুকদার জানিয়ে দিয়েছেন যে ওই মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল তাই ততদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সব প্রক্রিয়া আপাতত বন্ধ রাখতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি তিনি বিচারপতি জানান যে সেদিনই রাজ্য নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত সব তথ্য দিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে। এবং কেন ৯ এপ্রিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হল তাও জানাতে হবে।পাশাপাশি জানাতে হবে যে কতজন মনোনয়ন পেশ করেছেন, কতজন প্রত্যাহার করেছেন, স্ক্রুটিনিতে কী ধরা পড়েছে, কতগুলি অভিযোগ এসেছিল কমিশনের কাছে সমস্ত বিস্তারিত তথ্য।আজ
হাইকোর্টের এই রায়ে তিনি বলেন, “মাননীয় বিচারপতি বাংলার মানুষের দুঃখ যন্ত্রণার কথা শুনেছেন। তাই কিছুটা হলেও প্রলেপ পড়ছে আমাদের জ্বালার উপর, ক্ষতের উপর।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!