এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদর্শবান যুবকদের সংগঠিত করুন, আমি পাশে থাকব! নিজভূমে দাঁড়িয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

আদর্শবান যুবকদের সংগঠিত করুন, আমি পাশে থাকব! নিজভূমে দাঁড়িয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে রাজ্য জুড়ে যে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছে তার নাম শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা। কিন্তু তা সত্ত্বেও দলের সঙ্গে ক্রমাগত দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে রাজ্যের এই হেভিওয়েট শাসক নেতার। বর্তমানে দলহীন বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। কখনও বলছেন, “আমি হল সর্বনাশের মূল।”

আবার কখনও বলছেন, “কেউ একা কোনো কাজ করতে পারে না।” বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত কিছু আসলে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করেই বলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যার জেরে তার এই সব মন্তব্য নিয়ে ক্রমাগত জল্পনা বৃদ্ধি পাচ্ছে। আর এবার নিজের গড়ে দাঁড়িয়ে আরও এক জল্পনা সূচক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে যুবশক্তিকে সংগঠিত করার বার্তা দিয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

সূত্রের খবর, শনিবার মেদিনীপুর শহর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। যেখানে নিজেকে মেদিনীপুরের অধিবাসী বলে গর্ববোধ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “আমার পরিচয় আমি মেদিনীপুরের অধিবাসী। মেদিনীপুর রত্নগর্ভাই থেকে গিয়েছে। এখানে অভাব, দারিদ্র্য, বেকারত্ব রয়েছে। এখানে মেধাও রয়েছে। সেই মেধা এবং লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করতে হবে।” আর এরপরই স্বামী বিবেকানন্দের নীতি-আদর্শের কথা বলে সকল যুবককে সংগঠিত করার বার্তা দেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

তিনি বলেন, “আপনারা সংগঠিত হন স্বামীজি যে 100 জন যুবক খুঁজছিলেন, সেইরকম আদর্শবান যুবকদের আপনারা সংঘটিত করুন। আমি পাশে থাকব।” স্বভাবতই যে শুভেন্দু অধিকারী বর্তমানে দল এবং সরকারের থেকে দূরত্ব অবলম্বন করে একের পর এক ইঙ্গিতবাহী মন্তব্য করে চলেছেন, সেই শুভেন্দু অধিকারী বিজয়া সম্মেলনীতে একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়ে যেভাবে যুবসমাজকে কতৃ্ত্ব করার কথা বললেন, তাতে নিঃসন্দেহে জল্পনা আরও বাড়তে শুরু করল‌। তাহলে কি এই যুবসমাজকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা রয়েছে রাজ্যের পরিবহনমন্ত্রীর! এখন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিনের এই অনুষ্ঠান থেকে সিপিএমের বহু নেতার নাম করতেও দেখা যায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে্ যে শুভেন্দু অধিকারী এতদিন সিপিএমের নেতাদের শুধু কটাক্ষ করতেন, সেই শুভেন্দু অধিকারীর গলায় অনেক সিপিএম নেতার প্রশংসা শোনা যায়। তিনি বলেন, “অবিভক্ত মেদিনীপুরের বিশিষ্ট ব্যক্তি যারা, তাদের অনেকেই আমার পরিবারে গিয়েছেন। মেদিনীপুরে যে সংকীর্ণ রাজনীতি নেই, একটা উদাহরন দিলে বুঝতে পারবেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এসেছিলেন। তখন ছাত্র রাজনীতি করি। আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম। তাতে কিছু অশান্তি হয়েছিল। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। পুলিশ মধ্যরাতে আমার বাড়িতে তল্লাশিতে গিয়েছিল। প্রবাদপ্রতিম স্বাধীনতা সংগ্রামী বামপন্থী আন্দোলনের প্রণেতা সুকুমার সেনগুপ্ত তখন বহুল প্রচলিত খবরের কাগজে বলেছিলেন, ‘অধিকারী পরিবার রাজনৈতিক পরিবার। শুভেন্দু সম্ভাবনাময় তরুণ। এইভাবে মধ্যরাতে তার বাড়িতে পুলিশের তল্লাশিতে যাওয়া উচিত হয়নি।’ এটাই হল আমাদের একতা নির্বিশেষে আমরা এক হয়ে মেদিনীপুরবাসী চলি।”

অর্থ্যাৎ একের পর এক জল্পনা সূচক মন্তব্য করে শুভেন্দু অধিকারী কার্যত তাকে নিয়ে যে জল্পনা চলছে, তা ক্রমশ বাড়িয়ে দিতে শুরু করলেন। একদিকে যুবসমাজকে একত্রিত হওয়ার বার্তা, অন্যদিকে সিপিএম নেতাদের প্রশংসা করে শুভেন্দুবাবু ভবিষ্যতের জল্পনা জিইয়ে রাখলেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!