এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আফগানিস্তান ফেরত বহু ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার সংক্রমণ, বাড়ছে তীব্র আশঙ্কা

আফগানিস্তান ফেরত বহু ভারতীয়র শরীরে পাওয়া গেল করোনার সংক্রমণ, বাড়ছে তীব্র আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হবার পর থেকেই আফগানিস্তান ছেড়ে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে থাকা ভারতীয়রা। প্রতিদিন বিমানে করে আফগানিস্তান ছেড়ে কাতারে কাতারে ভারতে ফিরেছেন ভারতীয়রা। সম্প্রতি, কাবুল থেকে একটি বিশেষ বিমানে করে ৭৮ জন ভারতীয় ভারতে ফিরে এসেছেন। এই 78 জন ভারতীয়র মধ্যে ১৬ জন ভারতীয়র শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। যা থেকে ছড়াচ্ছে তীব্র আতঙ্ক।

গতকাল আফগানিস্তান থেকে একটি বিশেষ বিমানে করে ভারতে এসেছেন ৭৮ জন। যাদের মধ্যে ১৬ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। তবে, করোনার কোনো উপসর্গ তাদের মধ্যে পাওয়া যায়নি। এই ৭৮ জনের মধ্যে ৪৬ জন আফগান হিন্দু, বাকিরা ছিলেন শিখ। কাবুল থেকে শিখ ধর্মগ্রন্থকে তাঁরা নিয়ে এসেছেন ভারতে। তাদেরকে স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তাই তাদের সংক্রমিত হওয়ার খবর সামনে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আশঙ্কা বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৭৮ মধ্যে ১৬ জনের শরীরে করোনা সংক্রমনের খবর মিলতেই সকলকে কোয়ারান্টিনে রাখা হয়েছে। এদিকে আজ দেশের দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় ১২ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল যেখানে দেশের দৈনিক করোনা সংক্রমণ ছিল ২৫ হাজার ৪৬৭ জন, আজ এক ধাক্কায় সেখানে হয়েছে ৩৭ হাজার ৫৯৩ জন। অন্যদিকে, গতকাল মৃত্যু ঘটেছিল দেশের মোট ৩৫৪ জনের, আজ এক ধাক্কায় তা বেড়ে হয়েছে ৫৯৩ জন। এদিকে আগামী মাসেই দেশে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউয়ের আশংকা রয়েছে। এই অবস্থায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ থেকে ৬ লক্ষে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!