এখন পড়ছেন
হোম > জাতীয় > পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের

পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টে বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক একদিন আগেই দ্য ওয়ার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আর, তারপর থেকেই পেগাসাস ইস্যুতে সরব হয়ে ওঠে দেশের একাধিক বিরোধী শিবির। পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে একাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে বলে, অভিযোগ ওঠে বিরোধী শিবিরের পক্ষ থেকে। পেগাসাস নিয়ে তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। রাজ্যের তদন্ত কমিশন গঠনের এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আজ সেই মামলার হলফনামা জমা দিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পেগাসাস কাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি এম বি লোকুর নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশ করা হয় রাজ্যকে। আজ যার হলফনামা জমা দিয়েছে রাজ্য। এই মামলার শুনানি শুরু হয়েছে ১৮ ই আগস্ট থেকে। হলফনামায়তে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, পেগাসাসের তদন্তের জন্য রাজ্য সরকার যে বিচার বিভাগীয় প্যানেল তৈরি করেছে, তা তৈরি করার সাংবিধানিক অধিকার রাজ্যের হাতে আছে।

এছাড়া হলফনামায় জানানো হয়েছে যে, রাজ্য দ্বারা গঠিত এই কমিশন দ্বারাই পেগাসাস কাণ্ডের তদন্ত করা হোক। রাজ্যের অভিযোগ, জনস্বার্থ মামলা করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। জনস্বার্থ মামলাকারী সংস্থার সঙ্গে আরএসএসের যোগ রয়েছে। এদিকে, ইতিপূর্বে পেগাসাস কান্ড নিয়ে সংসদে বারবার আলোচনার দাবি করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। তবে, কেন্দ্রের পক্ষ থেকে বারবার সেই দাবি নস্যাৎ করা হয়েছে। ইতিপূর্বে পেগাসাস কান্ডর প্রতিবাদে ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!