এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার পিছনে কি অন্য ‘অভিসন্ধি’? ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা

মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার পিছনে কি অন্য ‘অভিসন্ধি’? ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা

আজ জামাইষষ্ঠীর দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য আগামী ১ লা জানুয়ারী ২০১৯ থেকে আরো অতিরিক্ত ১৮% ডিএ এবং তার সাথেই ১০% অন্তর্বর্তীকালীন ভাতা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ ও বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ ছিল, তাই উৎসবের মরশুমে এমন বড় ঘোষণায় নিশ্চয় সরকারি কর্মচারীরা খুশি হবেন এই প্রত্যাশায় আমরা বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তাঁদের প্রতিক্রিয়া রীতিমত অবাক করা – মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পিছনে অন্য অভিসন্ধি থাকতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করতেও ছাড়লেন না তাঁরা। তার সাথেই বেরিয়ে এল আরো বিস্ফোরক তথ্য যে সম্পূর্ণ ঘোষণাটি নাকি ‘আইওয়াশ’ করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে করা। কে কি বলছেন এই ব্যাপারে একনজরে দেখে নেওয়া যাক –

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মলয় মুখার্জী, আইএনটিইউসি
পুরো ব্যাপারটিই সাধারণ সরকারি কর্মচারীদের বোকা বানাতে ও লোকের দৃষ্টি ঘুরিয়ে দিতে করা হয়েছে। আগামী ৩ তারিখ ডিএ মামলার গুরুত্ত্বপূর্ন শুনানি আছে, সেই মামলায় আদালত রায় দিতেও পারে। আর তাই তার আগে তড়িঘড়ি এই ঘোষণা করে দেওয়া হল – নাহলে যা কার্যকর হবে ২০১৯ সালের ১ লা জানুয়ারী তা ৬ মাস আগে কেন ঘোষণা করলেন? এছাড়া সাধারণত প্রতি বছর ২ বার করে ডিএ ঘোষণা করে ১০ বছরে তা ১২৫%-এ পৌঁছলে সরকার নতুন বেতন কমিশন দেয়। আমাদের মুখ্যমন্ত্রী – যা ২০১৬ সালে হওয়ার কথা ছিল তা করছেন ২০১৯ সালে, অথচ নতুন বেতন কমিশন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

দেবাশিস শীল, সরকারি কর্মচারী পরিষদ
সরকারি কর্মচারীদের আর কত বঞ্চনা করবেন মুখ্যমন্ত্রী? উনি সাধারণত বছরে একবারই সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত ঘোষণা করেন। গতবার দিয়েছিলেন ১৫%, আর এবারে পরের বছরের জন্য গোঁজামিলে ১২৫% করে নতুন বেতন কমিশনের ব্যাপারে কিচ্ছু বললেন না। আসলে ওনার এই বঞ্চনায় সাধারণ মানুষ বীতশ্রদ্ধ, তা পঞ্চায়েত নির্বাচনেই টের পেয়ে গেছেন – তাই লোকসভা নির্বাচনের আগে গিমিক ছাড়া এটা কিছুই নয়। উনি যখন ১২৫% ডিএ করে দিলেন তখন নতুন বেতন কমিশন কবে হবে তা নিয়ে মুখ খুলছেন না কেন? এমনিতেই তো তিন বছর আগের পাওনা এখন ঘোষণা করলেন, তাও পাওয়া যাবে ৬ মাস বাদে! আসলে আগামী ৩ তারিখ ডিএ মামলার রায় বেরোতে পারে, তাছাড়া ‘স্যাট’-এও আমাদের করা মামলা ঝুলছে – দু জায়গাতেই ভরাডুবি হবে বুঝে তড়িঘড়ি ‘আইওয়াশ’ করতে এই সিদ্ধান্ত।

সংকেত চক্রবর্তী, স্টিয়ারিং কমিটি
মুখ্যমন্ত্রী ডিএ বাড়াচ্ছেন – ভালো কথা, কিন্তু ডিএ আর অন্তর্বর্তীকালীন ভাতা মিলিয়ে ঠিক ২৫%-ই কেন হলো? কেননা বর্তমানে সরকারি কর্মীরা পাচ্ছি ১০০% আর ২৫% হলেই হবে ১২৫% অর্থাৎ নতুন বেতন কমিশন – কিন্তু সে নিয়ে তো মাননীয়া মুখ্যমন্ত্রী কোনো কথা বললেন না! এছাড়াও ঘোষণার সময়টা দেখুন – আর সপ্তাহ দুয়েকের মধ্যেই ডিএ মামলার রায় বেরোবে – তাতে যে রাজ্য সরকারের পরাজয় নিশ্চিত, ওনার তড়িঘড়ি এই ঘোষণায় তা প্রমাণিত। কিন্তু দুঃখের কথা যেটা উনি ২০১৯ সালের ১ লা জানুয়ারী থেকে দেবেন বলেছেন সেটা আদতে সরকারি কর্মীদের পাওয়ার কথা ৩ বছর আগেই। গত ৩ বছর ধরে সরকারি কর্মীদের প্রাপ্য দিলেন না – তার উপর নতুন বেতন কমিশন অনুযায়ী যেটুকু পাওয়ার আশা ছিল তা নিয়েও কোনো ঘোষণা না হওয়ায় সরকারি কর্মীদের বৃহত্তর বঞ্চনার দিকে ঠেলে দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!