এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘আগুন নিয়ে খেলবেন না’ কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি এবার বাংলার মুখ্যমন্ত্রীর

‘আগুন নিয়ে খেলবেন না’ কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি এবার বাংলার মুখ্যমন্ত্রীর


সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে। পুঞ্জিভূত ক্ষোভ ক্রমশঃ আগ্নেয়গিরির আকার ধারণ করেছে। অন্যদিকে, কলকাতাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনাগাড়ে প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছেন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবাদ মিছিল থেকে তিনি দেশের বিরোধী শক্তিকে একজোট হওয়ার কথা বলে চলেছেন। রাজনীতি থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত একটি আইনের বিরোধিতায় যেভাবে পায়ে পা মিলিয়েছেন, তা সত্যিই বিরল দৃশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে প্রতিবাদ মিছিল থেকে গর্জে উঠলেন মোদি সরকারের বিরুদ্ধে। সরাসরি মোদি সরকারকে বললেন, ‘আগুন নিয়ে খেলবেন না।’ এদিন রাজাবাজার থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি পদযাত্রার সূচনা হয় নাগরিকত্ব আইন ইস্যুতে। এই পদযাত্রা তথা প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতার মহা মিছিল থেকে দলীয় সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে রীতিমতো নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে নিশানায় রেখে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন নাগরিকত্ব আইন আটকানো না হলে এই লড়াই অনন্তকাল ধরে চলবে। প্রসঙ্গত এর আগে বহুবার নাগরিকত্ব ইস্যুতে বিজেপির দিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা। এবার তিনি রাজপথে নামলেন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পঞ্চমবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে জানান, কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার পুলিশের গুলিতে নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে জানালেও সে পরিকল্পনা স্থগিত হয়ে যায় অচিরেই। উল্লেখ্য, বিজেপি শাসিত কর্ণাটক জেলায় বিজেপি সরকার জানিয়ে দিয়েছে নাগরিকত্ব আইন ইস্যুতে হিংসায় মৃতরা যদি হিংসার সঙ্গে জড়িত থেকে মারা যান, তাহলে তাদের পরিবারকে কোনোরকম ক্ষতি পূরণ দেওয়া হবে না।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কানপুর আইআইটি ও জামিয়া মিলিয়া ইসলামিয়ায় যে প্রতিবাদী ছাত্র বিক্ষোভ হয়েছে নাগরিকত্ব ইস্যুতে, তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। প্রসঙ্গত, নাগরিকত্ব আইন ইস্যুতে ইতিমধ্যেই জামিয়া মিলিয়া ইসলামিয়া অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রতিবাদে গর্জে ওঠে তাঁরা। ঠিক একইভাবে প্রতিবাদের স্ফুলিঙ্গ ক্রমশ আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয় কানপুর আইআইটিতে। সেখানেও প্রতিবাদের আগুন জ্বলে ওঠে।

তবে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে প্রথম থেকেই বিভাজনের রাজনীতির অভিযোগ জানিয়ে আসছে দেশের বিরোধী দলগুলি। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনীতির মঞ্চ সরগরম হয়ে উঠেছে। গোটা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে নাগরিক ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ। যে প্রতিবাদের স্ফুলিঙ্গ ক্রমশ আন্দোলনের আকার গ্রহণ করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনআরসি নিয়ে যেভাবে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে তাতে দেশের কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিতে। আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতি এনআরসি ইস্যুতে কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকে নজর রাখবে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!