এখন পড়ছেন
হোম > অন্যান্য > ধামাকা অফার! লকডাউনের বাজারে এবার নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর শোনালো ভোডাফোন-এয়ারটেল

ধামাকা অফার! লকডাউনের বাজারে এবার নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর শোনালো ভোডাফোন-এয়ারটেল


আগেকার দিনে মানুষ বাইরে বেরোলে বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্প করেই সময় কাটাত। কিন্তু এখন বাইরে বেরোলে হাতে মোবাইল ফোন ঘাটতে ঘাটতেই বন্ধুদের সঙ্গে চলে কথোপকথন। অর্থাৎ ইন্টারনেটের ছাড়া মানুষ এক মুহুর্তও থাকতে পারেন না। তবে বর্তমানে বাইরে বেরোনো সম্পূর্ণরূপে বন্ধ। করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে। আর এই পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবস্থা আরও বেশি করে জাঁকিয়ে বসেছে মানুষের মধ্যে।

এক মুহূর্তও অবসর সময় থেকে শুরু করে বাড়িতে কাটানো সময়, ইন্টারনেট ছাড়া থাকতে পারছেন না কেউ। আর এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা আনন্দ দিতে দেশের প্রধান দুই বেসরকারি টেলিকম সংস্থা অফার দিতে শুরু করল। কিন্তু কি রয়েছে সেই অফারে? জানা গেছে, সম্প্রতি ভোডাফোনের পক্ষ থেকে ডবল ডেটা বেনিফিট চালু করা হয়েছে। যেখানে প্রতিদিন 4 জিবি করে নেট অফার দেওয়া রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও যে সমস্ত গ্রাহক দিনে 3 জিবি ডেটার অফার নিতে চান, সেই প্রিপেইড গ্রাহকদের জন্য রয়েছে আরও একটি অফার। জানা যায়, 398 টাকা দিয়ে সেই অফার ভরলে 3 জিবি করে ডাটা পাওয়ার পাশাপাশি 100 টা এসএমএস পাওয়া যাবে। যার মেয়াদ 28 দিন। প্রসঙ্গত, ভোডাফোনে 249 টাকা, 399 টাকা এবং 599 টাকায় প্রতিদিন দেড় জিবি করে ডাটা পাওয়া যায়। তবে এখন তা বাড়িয়ে 3 জিবি করায় মানুষের মনে যে চরম খুশি এনে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই।

তবে শুধু ভোডাফোন নয়, ভোডাফোনের মত এয়ারটেলেও 3 জিবি করে ডেটা পাওয়ার যে অফার রয়েছে, তার মাসিক খরচ 398 টাকা। যেখানে দিনে 100 টি এসএমএস ফ্রি পাওয়া যাবে। যার মেয়াদ 28 দিনের। তবে এয়ারটেলের এই অফারের সঙ্গে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন ফি রয়েছে বলে জানা যাচ্ছে। অনেকে বলছেন, এই সময়ে গৃহবন্দী মানুষের সময় কাটানোর একটাই উপায় সেটা হল ইন্টারনেট ব্যবস্থা।

তাই সেই ইন্টারনেট ব্যবস্থায় যদি বিভিন্ন সংস্থা তাদের ডেটা বৃদ্ধির মত অফার দেয়, তাহলে তা নিঃসন্দেহে মানুষের আমোদ-প্রমোদের কারণ হয়ে দাঁড়াবে। এখন এই ব্যাপারে ভোডাফোন, এয়ারটেলের মত অন্যান্য সংস্থাগুলো তাদের ডেটা বৃদ্ধির মত কোনো অফার ঘোষণা করে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!