এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এগোচ্ছে গরু পাচার কান্ডের তদন্ত, তৃণমূল হেভিওয়েট ঘনিষ্ঠের ডেরা থেকে উদ্ধার হল একাধিক তথ্য-প্রমাণ

এগোচ্ছে গরু পাচার কান্ডের তদন্ত, তৃণমূল হেভিওয়েট ঘনিষ্ঠের ডেরা থেকে উদ্ধার হল একাধিক তথ্য-প্রমাণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে শুরু হয়েছে গরু পাচার কান্ড ও কয়লা পাচার কান্ডের তদন্ত। গত বৃহস্পতিবার ব্যবসায়ী বিনয় মিশ্রর কলকাতার তিনটি বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকেরা। সেদিন তাঁর লেকটাউন, রাসবিহারী ও চেতলার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সেদিন ৭ ঘন্টা ধরে তল্লাশি চলে সিবিআইয়ের। সেদিন রাতে তার একটি ফ্ল্যাট সিল করে দেন সিবিআই আধিকারিকেরা।

সম্প্রতি, সিবিআই সূত্রে সূত্রে জানা গেছে যে, ব্যবসায়ী বিনয় মিশ্রের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে গরু পাচারের সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এসেছে সিবিআইয়ের হাতে। এই ব্যবসায়ীর বাড়ি থেকে তিনটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন বাজেয়াপ্ত করলেন সিবিআই আধিকারিকেরা। এগুলি থেকেই বিভিন্ন রকম তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।

সিবিআই সূত্র থেকে জানা গেছে যে, গত সেপ্টেম্বর মাসে এই ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয়া হয়েছে। কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দেয়া হয়েছে। সিবিআইয়ের টেকনিক্যাল টিম মুছে যাওয়া ডাটা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সম্প্রতি বেশ কিছু মুছে যাওয়া ডেটা পুনরুদ্ধার করে ফেলেছেন তাঁরা। তবে, সমস্ত ডেটা এখনো উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিনয় মিশ্রের ফোন থেকে পাওয়া মুছে যাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট গুলি ও মুছে যাওয়া অন্যান্য ডেটাগুলি উদ্ধার করতে চন্ডিগড় সেন্ট্রাল ফরেনসিক লাইব্রেরীতে স্মার্টফোন ও ল্যাপটপগুলো পাঠানো হয়েছে। ডেটাগুলি সমস্ত যদি উদ্ধার করা যায়, তবে গরু পাচার কাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে সিবিআইয়ের হাতে। গোয়েন্দারা জানিয়েছিলেন যে, তাঁর মাধ্যমেই প্রভাবশালীদের হাতে চলে যেত গরু পাচার কান্ডের অবৈধ অর্থ।

তবে, বিনয় মিশ্র এখনো পর্যন্ত ফেরার। আগামী ৪ ঠা জানুয়ারি তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই তাকে পাঠানো হয়েছে সিবিআইয়ের নোটিশ। সূত্রের খবর, সম্প্রতি দুবাইতে আত্মগোপন করেছেন ব্যবসায়ী বিনয় মিশ্র। এদিকে গরু পাচারকারী এনামুল হক ও বিএসএফ অফিসার সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করেই সিবিআই আধিকারিকরা তাঁর সম্পর্কে জানতে পেরেছিলেন।

আবার, বিনয় মিশ্র হলেন জনৈক হেভিওয়েট তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ। ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, বিনয় মিশ্র প্রমুখরা হলেন গাছের ডালপালা। এবার গাছের কান্ডের দিকে হাত যাবে। এবার হাত গিয়ে পৌঁছাবে কালীঘাটের বাড়িতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!