এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ বিকেলেই প্রথম ক্যাবিনেট, মন্ত্রীদের সামনেই বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদী! জেনে নিন!

আজ বিকেলেই প্রথম ক্যাবিনেট, মন্ত্রীদের সামনেই বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদী! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পন্ডিত জওহরলাল নেহেরুর পর এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ২০১৪ এবং ২০১৯ এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, এবার তারা তা পায়নি। তবে শরিক দলের ওপর ভরসা করে তৃতীয়বারের জন্য গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তার মন্ত্রিসভার 71 জন সদস্য এদিন শপথ নিয়েছেন। তবে কে কোন দপ্তর পাবে, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর বাসভবনে সমস্ত মন্ত্রীদের নিয়ে হতে চলেছে বড়সড় বৈঠক। আর সেখানেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত।

সূত্রের খবর, আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সমস্ত মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। আর সেটাকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীর প্রথম ক্যাবিনেট বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যে সমস্ত মন্ত্রীরা পূর্ণ এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাদের কে কোন দপ্তর পাবে, তা জানা যায়নি। স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকেই কাকে কোন দপ্তর দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!