এখন পড়ছেন
হোম > জাতীয় > দুইদিন পরেই কি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা? বড়সড় সিদ্ধান্তের গুঞ্জন রাজ্যে!

দুইদিন পরেই কি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা? বড়সড় সিদ্ধান্তের গুঞ্জন রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে কি জল্পনাই বাস্তব হতে চলেছে? এবার কি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা? ইতিমধ্যেই এই ব্যাপারে জল্পনা ক্রমশ তীব্র হতে শুরু করেছে। জানা গিয়েছে, মূলত কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার একটি মন্তব্যকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেখানে আগামী 26 তারিখের পরে তিনি আর মুখ্যমন্ত্রী নাও থাকতে পারেন বলে একটি ইঙ্গিতবহ বার্তা দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই হঠাৎ করে তিনি এই রকম মন্তব্য করলেন কেন, এখন তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে।

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি ইঙ্গিত বহ বিবৃতি দেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। যেখানে তিনি বলেন, “25 জুলাইয়ের পর আমাকে কি করতে হবে আমি জানি। বিজেপির হাইকম্যান্ডের সিদ্ধান্ত মেনে চলব। রাজ্যে দলকে শক্তিশালী করতে চেষ্টা করব।” বলা বাহুল্য কর্নাটকের বিজেপি নেতৃত্বের সঙ্গে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল এই বিএস ইয়েদুরাপ্পার। যার ফলে মাঝে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন বলে খবর। যদিও বা সেই সময় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে আবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে আগামী 26 জুলাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কার্যত মাস্টারস্ট্রোক দিতে পারেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যদি সত্যি সত্যিই বিএস ইয়েদদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন, তাহলে নয়া মোড় নিতে পারে কর্নাটকের রাজনীতি। এক্ষেত্রে তিনি কি কারনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন, তা অবশ্যই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে সকলের কাছে। পাশাপাশি গোটা বিষয় নিয়ে বিজেপির অস্বস্তিও ক্রমশ বৃদ্ধি পেতে পারে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এখন বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ইয়েদুরাপ্পাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, নাকি নিজে থেকেই তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!