এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বারুইপুরে অমিত শাহের সভা ঘিরে উত্তেজনা, হাতাহাতি বিজেপি-তৃণমূলের

বারুইপুরে অমিত শাহের সভা ঘিরে উত্তেজনা, হাতাহাতি বিজেপি-তৃণমূলের

নির্বাচনের দামামা বাজবার আগে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিরোধী নেতা-নেত্রীদের সভা করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করতে দেখা যেত রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে ওঠা বিজেপিকে। তবে শাসক দল তাদের সভা করতে না দিলে ছাড়বার পাত্র নয় গেরুয়া শিবিরও। কিন্তু যেনতেন প্রকারে এবারের লোকসভা নির্বাচনে বাংলা দখল করতে শপথ নেওয়া বিজেপি নেতৃত্ব বারে বারেই রাজ্যে এসে গেরুয়া ঝড় তুলেছেন।

কিন্তু এবারে লোকসভা নির্বাচনের প্রচারপর্ব উপলক্ষে বারুইপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা হওয়ার কথা থাকলেও সেই সভার জায়গার অনুমতি না দেওয়া নিয়ে তুমুল সংঘর্ষের সৃষ্টি হল শাসক দল তৃনমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে।

জানা গেছে, এদিন বেলা সাড়ে বারোটায় যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুরে সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। কিন্তু সকাল থেকে হেলিপ্যাড বিতর্কে সেই বিজেপির শীর্ষনেতার সভা ঘিরে তুমুল জল্পনা শুরু হলে সরকারের তরফে পরে জানানো হয় যে, সেই মাঠের অনুমতিই পাওয়া যায়নি। আর সেই কথা শোনার পরই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে আনুষ্ঠানিকভাবে বারুইপুরের সভা বাতিলের কথা জানানো হলেও ততক্ষনে অমিত শাহের সভা উপলক্ষে সেখানে উপস্থিত হয়ে পড়েন বিজেপির অসংখ্য কর্মী-সমর্থকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে অমিত শাহর সভা বাতিলের খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার উপস্থিত বিজেপি নেতা কর্মীরা। আর এই ঘটনার কিছু পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতির যে জায়গায় সভা করার কথা ছিল তার পাশের রাস্তা দিয়ে শাসকদলের পক্ষ থেকে প্রায় 100 টি অটো নিয়ে গিয়ে মিছিল শুরু হলে তা দেখে আরও উত্তেজিত হয়ে পড়েন সকলে।

অভিযোগ, বিজেপি কর্মীরা তৃণমূলের একের পর এক অটো ভাঙতে শুরু করলে তৃণমূল বনাম বিজেপি দুই দলের কর্মী-সমর্থকরাই ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর এতেই উত্তেজিত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। পরে অবশ্য পুলিশ এসে তা নিয়ন্ত্রণ আনে। সব মিলিয়ে নির্বাচনের মরসুমে দলের সর্বভারতীয় সভাপতির সভার জন্য প্রস্তুতি নিয়ে এসেও শেষ পর্যন্ত সেই সভা না হওয়ায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেল বিজেপি এবং তৃণমূলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!