এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 16 তম অধিবেশনের শেষ দিন, আজই জবাবী ভাষণ দেবেন মমতা!

16 তম অধিবেশনের শেষ দিন, আজই জবাবী ভাষণ দেবেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত 2016 সালে বিধানসভা নির্বাচনের পর 16 তম পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার গঠন করা হয়েছিল। কিন্তু সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তাই তার আগে আজ সোমবার শেষ হতে চলেছে সেই 16 তম বিধানসভার শেষ অধিবেশনে শেষ দিন। আগামী নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে, তারা বিধানসভায় সরকারপক্ষে বসবে। সেক্ষেত্রে কারা সরকার গঠন করবে, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজ 16 তম অধিবেশনের শেষ দিনকে কেন্দ্র করে রীতিমত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, চলতি অধিবেশনের শেষ দিন ভোট অন অ্যাকাউন্টের ওপর বিতর্কের জবাবী ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, বিধানসভার প্রতিটি অধিবেশনের শেষ হওয়ার সময় নিয়মানুযায়ী ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাবের ওপর বিভিন্ন দলের পরিষদীয় নেতারা তাদের বক্তব্য রাখেন‌। কিন্তু 16 তম বিধানসভার অধিবেশনের শেষ দিনে তা কিছুটা অন্য আকার দিতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা এবারের বাজেট অধিবেশন কিছুটা অন্যরকম হয়েছে। যেখানে অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে সেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ দিয়েই অধিবেশন শুরু করা হয়। কিন্তু এবার সেটাও হয়নি। যা নিয়ে প্রবল আপত্তি দেখা গেছে বিরোধীদের পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে আজ অধিবেশনের শেষ দিনেও শাসক-বিরোধী তিক্ততা এবং হই-হল্লোড় শেষ কথা বলবে, নাকি সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে 16 তম অধিবেশন, তা অবশ্যই দেখার বিষয়ে সকলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আশঙ্কা করছেন, বাজেট নিয়ে মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণকে কেন্দ্র করে এদিন পরিস্থিতি কিছুটা হলেও টালমাটাল হতে পারে। বিরোধীদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ করা হতে পারে। পাশাপাশি বাজেটের নিয়ম-নীতি ভঙ্গ করা নিয়েও সরকারকে আক্রমণ করতে পারে বিরোধীরা। তবে রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণের মাঝেও বিশেষজ্ঞরা আশা করছেন, শেষটা ভালোই হবে। এক্ষেত্রে দীর্ঘ পাঁচ বছর সরকার পক্ষে থাকা তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষে থাকা বাম, কংগ্রেস এবং বিজেপি নেতাদের মধ্যে মাঝেমধ্যেই তরজা দেখেছে রাজ্য বিধানসভা।

অনেক ক্ষেত্রে তা শালীনতার মাত্রা অতিক্রম করেছে। আবার অনেক ক্ষেত্রে বিধানসভার শৃঙ্খলাকে নষ্ট করেছে। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা 16 তম বিধানসভা অধিবেশনের শেষ দিনে ভবিষ্যৎ প্রজন্ম সহ বাংলার গণতন্ত্রপ্রেমী মানুষদের বার্তা দিতে শৃঙ্খলা কতটা অটুট রাখতে পারেন রাজ্য বিধানসভায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!