এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মোদির এক মাস্টারস্ট্রোকেই কি পিছু হটলো চীন, জল্পনা তুঙ্গে!

মোদির এক মাস্টারস্ট্রোকেই কি পিছু হটলো চীন, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লাদাখে ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত নিয়ে দেশের পরিস্থিতি এতদিন পর্যন্ত যথেষ্ট উত্তেজনাময় ছিল বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনা আগ্রাসনের প্রতিবাদে ভারত চীন আন্তর্জাতিক সীমান্তে তুমুল সংঘর্ষ হয় দুই দেশের মধ্যে। এই সংঘর্ষের জেরে এখনো পর্যন্ত ভারতের কুড়িজন জওয়ান শহীদ হয়েছেন বলে খবর। আর তারপর থেকেই দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক রীতিমত তলানীতে গিয়ে ঠেকে। চীনের আক্রমণ ভারতীয় সেনাবাহিনীতে জন্ম দেয় তীব্র ক্ষোভের।

এই পরিস্থিতিতে ক্রমশ ভারত-চীন যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে জল্পনা তীব্র হচ্ছিল। এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও সম্প্রতি লাদাখ সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের উদ্বুদ্ধ করেন বলে মনে করা হচ্ছে। আর তার পরেই নতুন খবর। চীন এবার পিছু হটছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সঙ্গে চীনের বিদেশ মন্ত্রীর এবং রাজ্য কাউন্সিলরের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয় বলে জানা গেছে। আর তারপরেই গালওয়ান সীমান্ত থেকে চীনা সেনা পিছু হটতে শুরু করেছে বলে জানা গেছে।

অন্যদিকে মনে করা হচ্ছে, চীনা আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ভারত যেভাবে কড়া অবস্থান গ্রহণ করেছিল তার ফলেই চীন পিছিয়ে গেছে। চীনের কাছে এতদিন সমস্ত দেশ মাথা নুইয়েছে। বিশেষজ্ঞদের মত, কিন্তু ভারত হচ্ছে একমাত্র দেশ যেখানে চিন কোনরকম দাগ কাটতে পারেনি। সম্প্রতি আন্তর্জাতিক যুদ্ধকালীন পরিবেশের মধ্যে ভারতীয় সেনা যেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছিল তা রীতিমত ঘাবড়ে দিয়েছে চীনকে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরে কেন্দ্রীয় সরকারের চীনকে ব্যবসায়ী দিক থেকে কোণঠাসা করার তাগিদে একের পর এক চীনা অ্যাপ বন্ধ করে দেওয়া চীনকে যে যথেষ্ট চাপে ফেলেছে তা এককথায় মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলেও চীনকে রীতিমতো একঘরে করে দিয়ে ভারতের পাশে একের পর এক বিদেশী শক্তি এসে দাঁড়ানোয় চীন যথারীতি প্রমাদ গুনছে বলে মত সবার। তবে অজিত দোভাল সাম্প্রতিক মিটিংয়ে চীনের কাছে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উপরেই জোর দেন বলে খবর। এবং তারপরেই এই বৈঠকের প্রতিক্রিয়া দেখা যায়।

এ প্রসঙ্গে জানা গেছে, গালওয়ান সীমান্ত থেকে বর্তমানে প্রায় এক কিলোমিটার পিছিয়ে গেছে চীন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত চীনকে যথেষ্ট চাপে ফেলা হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে চীনকে ব্যাবসায়িক দিক থেকে বাদ দেওয়ার জন্য চীনের সাথে একাধিক প্রজেক্ট বাতিল করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী চীনের দিকে অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করেন এবং ‘আত্মনির্ভর ভারত’ গড়ার দিকে লক্ষ্য দেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমান্ত সমস্যা আগামীদিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন লক্ষ্য রাখবেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!