এখন পড়ছেন
হোম > অন্যান্য > দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করল ফৌ-জি।

দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করল ফৌ-জি।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হওয়ার পর ভারত-চীন তিক্ততা ক্রমেই বেড়েছে। সেই আবহে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অ্যাপ ব্যান হয়ে যাওয়ার ঘটনায় কোপ পড়েছিল প্লেয়ারস্ আননোন ব্যাটেল গ্রাউন্ড নামের একটি জনপ্রিয় গেমের ওপর। তবে এই গেম নিষিদ্ধ হয়ে যাওয়ার পর ভারতে এই গেম ব্যবহারকারীদের মধ্যে তুমুল জল্পনা বিতর্ক শুরু হয়। আর সেই সময়ই গেম প্রেমীদের জন্য অক্ষয় কুমার ঘোষণা করেছিলেন একটি নতুন গেম যার নাম ফৌ-জি।

আগের মাসে বাজারে আসা গেমটি ইতিমধ্যেই জনপ্রিয়তার খাতিরে দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে বলেই জানা গেছে। বিজিআর ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গেমটির ডেভলপাররা এখন গেমটিকে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করেছে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গেমটি ডাউনলোড করতে পারবেন বলেই জানা গেছে।

যেখানে ইতিমধ্যেই গেমটির সংস্থার পক্ষ থেকে গ্লোবাল রোলআউটের বিষয়টি নিশ্চিত করে জানান হয়েছে। যদিও বর্তমানে গেমটি শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে, তবে এবার থেকে iOS ব্যবহারকারীরাও গেমটি ডাউনলোড করতে পারবেন বলেও জানান হয়েছে। যদিও এক্ষেত্রে নিশ্চিত সময়সীমা জানা যায়নি, তবে কাজ খুব শীঘ্রই হবে বলেও জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর গেমটির কথা ঘোষণা করে অক্ষয় কুমার টুইট করেন জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভরতার অভিযানকে তিনি সমর্থন করে গর্ব অনুভব করছেন। সেই সঙ্গে নির্ভীক আর ঐক্যবদ্ধ প্রহরীদের অর্থাৎ দেশের সৈন্যদের আঙ্গিকে FAU-G অ্যাকশন গেমটি আনছেন। যার মাধ্যমে বিনোদনের পাশাপাশি খেলোয়াড়রা আমাদেরে সেনার আত্মবলিদান সম্পর্কেও জানতে পারবেন। শুধু তাই নয়, গেম থেকে আসা লাভের টাকার ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে বলেও জানিয়েছিলেন তিনি।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমজনতার কাছে এসেছে এই গেম। সেখানে গেমের লোকেশন বোঝাতে বেশিরভাগ গেম এপিসোডই নাকি লাদাখে শুট করা হয়েছে। আর সেখানেই বরফে ঢাকা চিন সংলগ্ন নিয়ন্ত্রণরেখায় লড়াই করতে দেখা যাবে গেমের সৈনিকদের। সঙ্গে জানা অজানা যুদ্ধের সরঞ্জামের ব্যবহার করা যাবে বলেও জানা গেছে। সেইসঙ্গে ট্রেলার লঞ্চ করেই মন জিতে ফেলেছিল। তবে এখন গেমটি কেবল সিঙ্গল প্লেয়ার এবং কো-অপারেটিভ প্লে মোডে খেলা গেলেও শীঘ্রই ব্যাটেল-রয়্যাল মোড এবং পিভিপি (প্লেয়ার vs প্লেয়ার) মোডে খেলা যাবে বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!