এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > আর চরাম চরাম নয়, এবার অন্য কায়দায় বিরোধীদের টক্কর দেবেন অনুব্রত মন্ডল

আর চরাম চরাম নয়, এবার অন্য কায়দায় বিরোধীদের টক্কর দেবেন অনুব্রত মন্ডল


কখনও গুড় বাতাসা, কখনও চরাম চরাম ঢাকের শব্দ আবার কখনও বা রাস্তায় উন্নয়ন দাড়িয়ে থাকবে বলে নির্বাচনের আগে হুঙ্কার ছেড়ে রাজ্য রাজনীতি কাঁপিয়ে তুলেছিলেন বীরভূমের তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল। তবে এইবার আর এইসবে মন নেই দিদির প্রিয় কেষ্টর।

প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মন্ডলের ডাক নাম কেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আদর করে সেই নামেই ডাকেন। কিন্তু সেই কেষ্ট ঠাকুর কৃষ্ননাম ছাড়া থাকবেন এও কি সম্ভব? সূত্রের খবর, সম্প্রতি বীরভূম জেলা তৃনমূলের এক বৈঠকে জেলার সব কীর্তন দলের নাম নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ছহাজার খোল কর্তালের অর্ডারও দেওয়া হয়েছে। তবে শুধু খোল কর্তাল নয়, একেবারে নীল সাদা করতাল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, আসন্ন 2019 র লোকসভা ভোটকে টার্গেট করেই জেলায় সনাতন ভাবমূর্তি মানুষের মনে ঠাই পেতে এই খোল করতাল দেওয়ার ভাবনাচিন্তা চরছে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস। সব মিলিয়ে এবারে ভোট পেতে খোল করতালই বড় ভরসা বীরভূমের কেষ্টর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!