এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রতর মাস্টারস্ট্রোকে কুপোকাত বিজেপি? ফের বিজেপির ঘর ভাঙলেন বীরভূমের কেষ্টা ! !

অনুব্রতর মাস্টারস্ট্রোকে কুপোকাত বিজেপি? ফের বিজেপির ঘর ভাঙলেন বীরভূমের কেষ্টা ! !


লোকসভা ভোটে বীরভূমের ফলাফলের পর কিছুটা হলেও ঘরে ঢুকে গিয়েছিলেন দিদির প্রিয় ভাই অনুব্রত ওরফে কেষ্ট। এরপর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল এবার রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন অনুব্রত মণ্ডল।

কিন্তু সুস্থ হয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন অনুব্রত মণ্ডল একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে নিজেকে ধরে রেখেছেন বীরভূমের জেলা সভাপতি। ফের সংবাদ শিরোনামে এলেন অনুব্রত মণ্ডল। তবে কোন বিতর্কিত মন্তব্যের জন্য নয় – সম্প্রতি বীরভূম জেলার ব্লকের কর্মী সভায় উপস্থিত ছিলেন। আর সেখানেই বিজেপির ঘর ভেঙে বিজেপিকে বড়সড় ধাক্কা দিলেন অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে সেই কর্মীসভায় বিজেপি ছেড়ে ৪০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পর থেকেই শাসক শিবিরে ভাঙ্গন অব্যাহত ছিল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল অনেক নেতা কর্মী। হাতছাড়া হয়েছিল অনেকগুলি পৌরসভাও। কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরাফের বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। এবং হাতে এসেছে হাতছাড়া হওয়া বাকি সমস্ত পুরসভাও।

আর এদিন সেই ধারা অব্যাহত রেখে এদিন অনুব্রত মণ্ডল বিজেপির ঘর ভাঙলেন। যদিও এই নিয়ে বিজেপির দাবি ভয় দেখিয়ে জোর করে নিয়ে গেছে তারা স্বেচ্ছায় কেউ যায়নি। এদিকে যোগদানকারীদের বক্তব্য বিজেপিতে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল ফিরেছেন। আর এই মন্তব্যকে হাতিয়ার করি তৃণমূলের দাবি তারা কাউকে ভয় দেখায়নি বিজেপির ভঙ্গ হয়েছে বলেই ফের ফিরে এসেছেন তারা। বিজেপি ভয় থেকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু রাখতে পারেনি।

রাজনৈতিক মহলের ধারণা এভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপির ২০২১ এ বঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন অনেক কঠিন হতে পারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দরকার পড়ে পড়েছে।আর তাই নিজেদের সংগঠন বাঁচানোর জন্য এবার জোরদার লড়াইয়ে নামতে হবে বিজেপিকে। এখন দেখার বিজেপি কিভাবে নিজেদের ঘর সামলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!