এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রুজিরা নারোলা কেন জেলে থাকবে না!” তদন্তকারী সংস্থার দিকে বড়সড় প্রশ্ন শুভেন্দুর!

“রুজিরা নারোলা কেন জেলে থাকবে না!” তদন্তকারী সংস্থার দিকে বড়সড় প্রশ্ন শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আবার ইডির পক্ষ থেকে জেরা করতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরেই রাজ্য রাজনীতিতে এই বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। আর এই পরিস্থিতিতে নাম না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, কেন এই প্রমাণিত চোরেদের ছেড়ে রাখা হয়েছে! বুঝিয়ে দিলেন, যেখানে এত অভিযোগ রয়েছে, সেখানে কেন পদক্ষেপ গ্রহণ করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা!

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক থেকে গোটা বিষয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কেন এই প্রমাণিত চোরেদের ছেড়ে রাখা হয়েছে! মমতা ব্যানার্জি থেকে অনেক বড় নেতা ছিলেন করুণানিধি। তার মেয়েকে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে। তাহলে যাদের বিরুদ্ধে এতো অভিযোগ, কেন তাদের ছেড়ে রাখা হয়েছে! কেন রুজিরা নারোলাকে ধরা হবে না!”

স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকে বলছেন, তাহলে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমি মনোভাব নিয়ে কিছুটা হলেও ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলনেতা! তিনি কি এই বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বার্তা দিতে চাইলেন! বোঝাতে চাইলেন যে, তাদের পদক্ষেপে তিনি খুব একটা খুশি নন! তবে বিরোধী দলনেতার এই বক্তব্যের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং তাকে কেন্দ্র করে কতটা চাপে পড়ে শাসক শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!