এখন পড়ছেন
হোম > রাজ্য > মিললো না জামিন, আরাবুল কাণ্ডে নয়া মোর

মিললো না জামিন, আরাবুল কাণ্ডে নয়া মোর


আদালতের নির্ধারিত সময় সূচী অনুসারে ১১ ই জুন বারুইপুর আদালতে হাজির করা হলো ভাঙড়কাণ্ডে অভিযুক্ত আরাবুল ইসলামকে। এদিন বিচারক হাসপাতালে আরাবুল ইসলামের কী ধরনের চিকিৎসা চলছে সে বিষয়ে জেল সুপারের কাছে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন। একই সাথে আদালত এই মামলার পরবর্তী শুনানীর দিন আগামী ১৮ই জুন শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য ভাঙড়কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হওয়ার অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন আরাবুল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুই দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যায়। তাঁর উপযুক্ত চিকিৎসার জন্যে জেল হাসপাতালে ভর্তি করা হলেও অভিযুক্ত আরাবুল ইসলামের আইনজীবিরা সেখানে তাঁর উপযুক্ত চিকিৎসা হচ্ছেনা বলে আদালতে অভিযোগ করেন। এদিন এসিজেএম অয়ন বন্দ্যোপাধ্যায়ের এজলাসে আরাবুল ইসলামকে হাজির করা হলে। বিচারক তাঁর ডাক্তারি পরীক্ষার কাগজপত্র দেখেন এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। সম্প্রতি আরাবুল ইসলামকে বুকে ব্যাথা নিয়ে এসএসকেএমে ভর্তিও করানো হয়। চিকিৎসার জন্যে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়। এইসময়ে তাঁর আইনজীবি হাফিজুর রহমান আদালতে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের যুক্তি হিসেবে হাফিজুর রহমান বললেন, ” আরাবুল ইসলাম অত্যন্ত অসুস্থ। সাড়ে চারশো সুগার তাঁর। হৃদযন্ত্রে এর প্রভাব পড়তে পারে। সে কারণে এতদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাঁকে।” আদালত জামিনের আবেদন খারিজ করে দিলেও অভিযুক্ত আরাবুল ইসলামের নিয়মিত চিকিৎসার কথা জানিয়ে পুলিশকে নির্দেশ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!