এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আড়ালে থেকে নাটক করছেন ভাইপো, হাটে হাড়ি ভাঙলেন হেভিওয়েট!

আড়ালে থেকে নাটক করছেন ভাইপো, হাটে হাড়ি ভাঙলেন হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলে কি হচ্ছে, সত্যিই তা নিয়ে বিশ্বাস করুন, মানুষের কোনো উৎসাহ নেই। সেখানে পিসি ভাইপোর মধ্যে কতটা গণ্ডগোল, কেন গন্ডগোল, তা নিয়ে মানুষের কোনো কৌতূহল নেই। কিন্তু মানুষের কৌতূহল এই গন্ডগোলটাকে দিয়ে দুর্নীতির খবরগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? পিসির ধর্না মঞ্চে কেন ভাইপো নেই! এটা প্রত্যেকদিন খবরের শিরোনামে আনছেন অনুপ্রাণিত মিডিয়ারা। যার ফলে একটা আশঙ্কা এতদিন ছিল অনেকের মধ্যেই যে, সত্যিই কি পিসি ভাইপোর মধ্যে গন্ডগোল, নাকি লোক দেখানোর জন্য এই গন্ডগোলটাকে সামনে এনে দুর্নীতির যে বিষয়গুলো আছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে!

কারণ পিসি এবং ভাইপো বুঝে গিয়েছেন, ঝাড়খণ্ডে যেভাবে সেখানকার মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, তাতে বাংলাতেও খুব দ্রুত এমন কোনো কিছু হতে পারে। তাই নিজেরা বাঁচার জন্য এখন এমন একটা খবর অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এই তোলামূল প্রাইভেট কোম্পানির প্রধান মাথারা। কিন্তু এসব করে তারা আর মানুষকে কতদিন বোকা বানিয়ে রাখবেন! তাদের এই গোপন ফন্দি এবার ফাঁস করে দিলেন এক হেভিওয়েট। সত্যিই পিসি ভাইপোর মধ্যে গন্ডগোল, নাকি সবটাই লোক দেখানো, তা নিয়ে এমন এক কথা বললেন নওশাদ সিদ্দিকী, যার ফলে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, পিসির ধরনা মঞ্চে কেন ভাইপো নেই, এদিন সেই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি আবার দাবি করেন, হয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ রয়েছেন। সেই কারণে তিনি আসছেন না। এখন যদি বাংলার যুবরাজ অসুস্থ থাকেন, তাহলে অবশ্যই তার সুস্থতা কামনা করবেন সকলে। আর সেটাই করে নওশাদ সিদ্দিকী একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়ে এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে, এমন নয় তো যে, পিসি ভাইপোর মধ্যে অভিমানের পালা চলছে, সেটা শুধুমাত্র খবরে দেখানো হচ্ছে!

যাতে একের পর এক দুর্নীতিতে যেভাবে এদের নাম জড়িয়ে যাচ্ছে, সেটা যাতে ধামাচাপা পড়ে যায়, তাই আলোচনার বিষয়বস্তু হিসেবে পিসি ভাইপোর গন্ডগোলের বিষয়কে সামনে আনা হচ্ছে, এই বিষয়টি আবার নয় তো? সেই প্রশ্ন তুলেছেন এই আইএসএফ বিধায়ক। অনেকে বলছেন, এমনটা হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ তৃণমূলের ওপরতলা বুঝে গিয়েছে যে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই এখন বাইরে একটা নাটক করে খবরটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তারা করতেই পারে। কিন্তু এসব করে কেন্দ্রীয় এজেন্সিকে তারা আটকাতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সি যা করার, যেভাবে তথ্য সংগ্রহের কাজ করে তাদের যাকে যাকে ধরা উচিত, তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, সেটিং করে বিজেপির ওপরতলায় পা ধরে আর কোনো তদন্তকেই আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বঙ্গ বিজেপিও। এখানে বিজেপি কর্মীদের তিনি তার প্রশাসনকে দিয়ে কেস দেবেন, তার দলের কর্মীরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করবে, আর ওপর তলায় গিয়ে তিনি সব মিটমাট করে নেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহদের সঙ্গে, এই স্বপ্ন অন্তত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ণতা পাবে না। তবে কেউ কেউ আবার সেটিংয়ের গল্প দিচ্ছেন। কিন্তু তারা সেটা দিতেই পারেন।

তবে নওশাদ সিদ্দিকীর কথা কিছুটা হলেও গ্রহণযোগ্য। দুর্নীতির খবরকে ধামাচাপা দিতেই পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু দুর্নীতিকে এবং তার তদন্তকে তারা চেপে রাখতে পারবে না। আজ না হোক, অভিযুক্তদের গ্রেপ্তার হতেই হবে। কিন্তু কিছুদিন মুখ বাঁচানোর জন্য হয়তো পিসি ভাইপোর এই অভিমানের বিষয়টিকে নাটকের রঙ্গমঞ্চে এনে অন্যান্য দুর্নীতি এবং চুরির খবরকে ধামাচাপা দেওয়ার একটা রনকৌশল তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!