এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা? নির্মলার সঙ্গে সাক্ষাত, মমতার যন্ত্রণা বাড়ালেন শুভেন্দু!

রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা? নির্মলার সঙ্গে সাক্ষাত, মমতার যন্ত্রণা বাড়ালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুর্নীতি নিয়ে তৃণমূলের লাগাতার অস্বস্তির মাঝেই নতুন অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যাগ রিপোর্ট। যে রিপোর্টকে হাতিয়ার করে এই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ পর্যন্ত জমা পড়েছে। যে ক্যাগ রিপোর্টে যে পরিমাণ আর্থিক দুর্নীতির উল্লেখ রয়েছে, তার বিরুদ্ধে এবার অন্তত রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। আর এই নিয়ে বিস্তর চর্চার মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা দিল্লিতে গিয়ে একেবারে তুলকালাম বাধিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণাকে দ্বিগুণ করে তিনি একেবারে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এই রাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেন। আর শুভেন্দু অধিকারী যখন এই বিষয় নিয়ে মাথা দিয়েছেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে গোটা বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন, তখন তা নিঃসন্দেহে তৃণমূল নেত্রী তো বটেই, গোটা তৃণমূল দলের কাছেই ব্যাপক চিন্তার কারণ।

প্রসঙ্গত, এই রাজ্যের ক্যাগ রিপোর্টে অর্থনৈতিক দুর্নীতির বিষয়টি উঠে আসে। যেখানে প্রায় দুই লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর সেই বিষয়টি নিয়েই আজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান শুভেন্দু অধিকারী। এখন অনেকে বলতেই পারেন যে, শিক্ষা নিয়োগ থেকে শুরু করে রেশন নিয়োগ, প্রতিনিয়ত দুর্নীতি হয়েছে। কিন্তু দুই একজনকে গ্রেপ্তার করেই তো চুপ করে বসে আছে কেন্দ্রীয় সংস্থা। ফলে এসব অভিযোগ করে কি হবে! অভিযোগ করে কি হবে না হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এই রাজ্যের বিরুদ্ধে আরও একটা দুর্নীতির বিষয় যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কান পর্যন্ত পৌঁছে গেল, তা বলাই যায়। আর এর ফলে আগামী দিনে যদি এই বিষয় নিয়ে তদন্ত হয়, তাহলে নাস্তানাবুদ হবে তৃণমূল সরকার। আর সেটা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, এই রাজ্যে প্রত্যেকটি অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে জড়িত তৃনমূল কংগ্রেস। সঠিকভাবে তদন্ত হলে তৃণমূল দলে আর কেউ থাকবে না। সকলের স্থান হবে জেলের ভেতরে। ক্যাগ রিপোর্টেও প্রমাণিত যে, তৃণমূল সরকার কি ভয়াবহ দুর্নীতি করেছে! আগামী দিন এদের জন্য করুন পরিণতি অপেক্ষা করছে। অবিলম্বে এই রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, অনেকেই ভেবেছিলেন যে, তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন, সেটিং করে নেবেন, আর সবকিছু স্তব্ধ হয়ে যাবে। কিন্তু বিষয়টা অন্যরকম। আগে কি ছিল, সেটা আগের ব্যাপার। কিন্তু এখন যে আর সেটিংয়ের বিন্দু বিসর্গও নেই, তা প্রতি পদেপদে প্রমাণিত হচ্ছে। আর যখনই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, তখনই আগে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সরকারের ভাঁওতাবাজির মুখোশটা খুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রেও তিনি তেমনটাই করলেন। ক্যাগ রিপোর্টে যে ভয়াবহ দুর্নীতির বিষয়টি সামনে এসেছে, সেই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও এক গভীর বিপদের মুখে ফেললেন এই রাজ্যের বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!