এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাণনাশের হুমকি দিয়ে গোপন ডেরা থেকে গ্রেপ্তার একদা দমদমের ত্রাস ‘হাতকাটা’ দিলীপ

প্রাণনাশের হুমকি দিয়ে গোপন ডেরা থেকে গ্রেপ্তার একদা দমদমের ত্রাস ‘হাতকাটা’ দিলীপ

তোলাবাজি থেকে সিন্ডিকেট সব ব্যবসা তেই ছিল তার নাম| খুন ও বোমাবাজি-সহ একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে| দমদম এলাকায় সবাই তাকে হাতকাটা দিলীপের এক নামেই চেনে| ভালো চলছিল তার এইসব ব্যবসা| কিন্তু স্থানীয় যুবককে খুনের হুমকি দেওয়ার অভিযোগে সোমবার গ্রেপ্তার হতে হলো দিলীপ বন্দ্যোপাধ্যায়কে|

পুলিশ সূত্রে খবর অনুযায়ী দমদম কালিন্দী এলাকায় ত্রিনাথ দাস নামে এক যুবককে মারধর ও খুনের হুমকি দেয় হাতকাটা দিলীপ ও তার শাগরেদরা৷ এলাকার শাসকের হাত থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন ওই যুবক এবং গোটা বিষয়টির অভিযোগ দায়ের করেন লেকটাউন থানায়| এই অভিযোগের ভিত্তিতেই দিলীপকে গ্রেপ্তার করতে নাম পুলিশ| তারপরই দমদম এলাকার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে তাকে৷ আজ, দুপুরে ধৃতকে জেরা করার জন্য সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আরজি জানিয়েছে লেকটাউন থানার পুলিশ৷ অন্যদিকে ধৃতর বাকি শাগরেদদের সন্ধান শুরু করেছে পুলিশ৷

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে হাতকাটা দিলীপের কাছে এটা প্রথমবার নয়| এর আগেও তিনবার জেলের ঘানি টেনেছে সে|  ২০০৪ সালে বামফ্রন্ট জমানায় নয়াপট্টিতে এক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। সেই খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে দিলীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল৷ ২০১১ সালে অবশ্য জামিনে মুক্তি পাওয়ার কিছুদিন পর থেকেই এলাকায় দাপট শুরু হয় এই হাতকাটা দিলীপের৷ এরপর ২০১৫ সালের ১৫ মে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে লেকটাউন এলাকা থেকে দিলীপকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ গত মাস তিনকে ধরেই পুলিশ খোঁজ চলছিল দিলীপর| এইদিন আবারও স্থানীয় যুবকের অভিযোগের ভিত্তিতে রবিবার গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ| পুলিশ সুত্রে খবর সোমবার আদালতে পেশ করা হবে দিলীপকে|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!