এখন পড়ছেন
হোম > জাতীয় > অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের! উত্তাল সংসদ

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের! উত্তাল সংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। দেশজুড়ে করোনা সংক্রমনের মধ্যেও এই অধিবেশন শুরু হয়েছে। আজ অধিবেশন শুরু হওয়ার অল্প সময় পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তৃণমূল সাংসদের এই মন্তব্যে লোকসভা কক্ষে তৃণমূল সাংসদকে ক্ষমা চাইবার দাবি উঠতে থাকে।

সংসদের আজকের অধিবেশনে ব্যাংকিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা করা হয়েছিল। এই আলোচনা চলাকালীন এই বিলের তীব্র বিরোধিতা করে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ” দেশের অর্থনৈতিক অবস্থা নির্মলার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি তৃণমূল সাংসদের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কয়েকজন সাংসদ। তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তাঁর এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে চিৎকার করতে শুরু করেন তাঁরা। এর সঙ্গে সঙ্গেই তৃণমূল সংসদকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। দাবি করা হয়, তৃণমূল সাংসদের এই মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেবার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্যের পর ব্যাংকিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল এর সপক্ষে মত প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় এর এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ” অন্য বিষয়ে মন্তব্য না করে সৌগত রায় যদি এই বিষয়ক কথাগুলি শুনতেন তাহলে অনেক বেশি ভাল হত।”

অর্থমন্ত্রীর বক্তব্যর বিজেপি সাংসদ প্রল্লাদ জোশি তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে বলেন যে, একজন বর্ষীয়ান সাংসদ হওয়া সত্ত্বেও তিনি কি করে এমন ধরনের বিরূপ মন্তব্য করলেন। তৃণমূল সাংসদকে অভিযুক্ত করে তিনি জানালেন যে, তাঁর এই মন্তব্যের ফলে সমগ্র নারীসমাজ অপমানিত হয়েছে। তাই অবিলম্বে তাঁকে ক্ষমা চাইতে হবে।

তবে, এ প্রসঙ্গে সৌগত রায় জানান যে, তিনি কোন অন্যায় করেন নি, একারণে তাঁর ক্ষমা চাইবার কোন প্রশ্ন নেই। শেষ পর্যন্ত লোকসভার স্পিকার ওম বিড়লা লোকসভার কার্যবিবরণী থেকে সৌগত রায়ের এই মন্তব্যকে বাদ দেবার নির্দেশ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!