এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে মুখ্যমন্ত্রী মুখের সঙ্গে দূরত্ব বিজেপির? লোকসভার অঙ্কে দরাদরি নিয়ে জটিলতা?

বিধানসভার আগে মুখ্যমন্ত্রী মুখের সঙ্গে দূরত্ব বিজেপির? লোকসভার অঙ্কে দরাদরি নিয়ে জটিলতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন। এই বছরের শেষদিকেই বিহারের বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। বিহারের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে বিভিন্ন দল গুলি শুরু করে দিয়েছে যার মধ্যে বিজেপিও আছে। ইতিমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, বিহারের রাজধানীতে বিজেপি কোন সময়ই একক ভাবে ক্ষমতা লাভ করতে পারেনি। বহু চেষ্টা করেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হতে পারেনি। বিহারে বিজেপি শাসন করলেও তা একক ভাবে করা এখনো সম্ভব হয়ে ওঠেনি বিজেপির পক্ষে। গত ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে বিরোধিতা করেছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই বিরোধিতার ফলে এনডিএ জোটের সঙ্গে তিনি ১৭ বছরের সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন। তবে গত ২০১৭ সালে তিনি পুনরায় বিজেপির তথা এনডিএর সঙ্গে জোটবদ্ধ হন।

সম্প্রতি বিহারে এনডিএ জোটের দুই শরিক জেডিইউ ও লোকজন শক্তি পার্টির চেয়ে বিজেপির রাজনৈতিক অবস্থা অনেক সুবিধাজনক আছে। এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে বেশ একটু উগ্র মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাবার পরিকল্পনা বিজেপির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহার রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক সম্পন্ন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। এ প্রসঙ্গে তিনি আভাস দিয়েছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা বিষয়ে জেডিইউর দর কষাকষি করতে চলেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বিহারের রাজনীতিতে বিজেপির সুবিধাজনক অবস্থানে থাকার কারণেই বেশি পরিমাণে আসনের দাবি জানাতে চলেছে বিজেপি। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা বিশেষ বৈঠক করেছেন বিহারের বিজেপি সাংসদদের সঙ্গে। এনডিএ শরিকদের সঙ্গে এবারের আসন সংক্রান্ত দর কষাকষি তথা আসন সমঝোতার রূপরেখার বিষয়ে ই দলের সাংসদদের সঙ্গে তিনি আলোচনা করেছেন।

প্রসঙ্গত গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঠিক পূর্বে সেসময়ের কেন্দ্রীয় বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দর কষাকষি চলছিল।বিজেপি ও জেডিইউ উভয় দলই সেবারে ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং ৬ টি আসন দিয়ে দেয়া হয়েছিল এলজেপিকে। সেবারে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে ভর করে এগোতে চেয়েছিল বিজেপি। তবে জনপ্রিয়তার বিচারে নীতিশ কুমারের কাছে হার মানতে হয়েছিল বিজেপিকে। এবারেও গত লোকসভা নির্বাচনের মতো আসন নিয়ে দর কষাকষি করতে চলেছে বিজেপি। এবিষয়ে বিহারের জনৈক বিজেপি সংসদের মতামত, ” আসন সমঝোতা নিয়ে এখনও কোনও আলোচনা শুরু না হলেও, বিহারে বিজেপি আরও বড় ভূমিকা নিতে চায়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!