এখন পড়ছেন
হোম > রাজ্য > দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে বাবুল-মুকুল, টাকার চেক ফেরত পরিবারের

দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে বাবুল-মুকুল, টাকার চেক ফেরত পরিবারের


কাঁকসার সরস্বতীগঞ্জে বিজেপি-র বুথ কমিটির একটি বৈঠক সেরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজের BA তৃতীয় বর্ষের ছাত্র সন্দীপ ঘোষ সহ আরও ৭-৮ জন বাড়ি ফিরছিল।

অভিযোগ উঠেছিল যে সরস্বতীগঞ্জ থেকে রূপগঞ্জ যাওয়ার জঙ্গল লাগোয়া এক এলাকায় ৩০-৩৫ জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। প্রথমে বিজেপি কর্মীদের মাটিতে ফেলে লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। সেইসময় সন্দীপ তাঁর এক বন্ধুর বাইকে ছিলেন।
একজন দুষ্কৃতী দু’হাতে দুটি বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। প্রায় ১৫-২০ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি সন্দীপের কানের পাশে লাগে। মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপরেও তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং মারা যান সন্দীপ।

আজ সেই নিহত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়, মুকুল রায় ও অন্য বিজেপি নেতারা। সাথেই পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। কিন্তু নিহত বিজেপি কর্মীর বাড়ির লোক এদিন চেকটি ফেরত দেন।

জানা গেছে প্রথমে চেকটি সন্দীপের বাবা বিজয় ঘোষের হাতে দিতে গেলে তিনি নিতে অস্বীকার করেন পরে সন্দীপের মা ও দিদির হাতে চেক দিতে গেলেও তাঁরাও নেননি। এই নিয়ে পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে, “আমরা টাকা চাই না। ছেলেটাকে চাই। দিতে পারবেন?”

এই নিয়ে অন্য কথা বলছেন বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। তিনি দাবি করেছেন যে “তৃণমূল তাদের ২০ লাখ টাকা দিয়েছে। আরও সুবিধা দেওয়ার কথা বলেছে। লাগাতার পুলিশ ও শাসকদলের চাপের কাছে নতি স্বীকার করে ওরা বিজেপি-র দেওয়া চেক ফিরিয়ে দিলেন।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও তৃণমূলের চাপের অভিযোগ অস্বীকার করেছে মৃতের বাবা। তিনি বলেন, “আমাদের উপর কারও কোনও চাপ নেই। তৃণমূলের কোনও চাপ নেই। আমি কোনও রাজনীতি চাই না। আমি নিজেও রাজনীতি করেছি। তাই এখন আর রাজনীতি চাই না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!