এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “বাজার সরকার” মুকুল ক্রিজে সেট হয়ে গেছেন! এবার শুধু চার-ছয়ের ফুলঝুরির স্বপ্ন দেখছে বিজেপি

“বাজার সরকার” মুকুল ক্রিজে সেট হয়ে গেছেন! এবার শুধু চার-ছয়ের ফুলঝুরির স্বপ্ন দেখছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃনমূলে যখন তিনি ছিলেন, তখন তার হাত ধরেই বামফ্রন্টের হেভিওয়েট নেতারা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন। যার ফলে বামেদের তরফ থেকে মুকুল রায়কে উদ্দেশ্য করে অনেকে বাজার সরকার বলে ডাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এবং মুকুল রায়ের চাণক্য বুদ্ধিতে রীতিমতো 34 বছরের বাম সরকারের পতনের পাশাপাশি, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর রাজ্যজুড়ে অস্তিত্ব সংকট দেখা দেয় বামেদের।

তবে বেশ কিছুদিন আগে সেই মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। আর বিজেপিতে যোগ দিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, বিধায়কদের গেরুয়া শিবিরে যোগদান করাতে সক্ষম হন তিনি। যখন মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন তাকে কাঁচরাপাড়ার কাঁচা বাবু, গদ্দার, চাটনি কিছুই বলতে বাকি রাখেনি তৃণমূল কংগ্রেস।

এমনকি মুকুল রায় বিজেপিতে গিয়েও লাভের লাভ কিছুই করতে পারবে না বলে দাবি করেছিল তার প্রাক্তন দল। তবে পদ্ম শিবিরে নাম লেখানোর পর থেকেই তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে খেলা কিভাবে ঘোরাতে হয়, তা বুঝিয়ে দিয়েছেন মুকুল রায়। বিজেপিতে তৃণমূলের নেতাকর্মীদের যোগদান করানোর পরেও সেভাবে তিনি কোনো পদ পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তা সত্ত্বেও ঘনিষ্ঠমহলে মুকুলবাবু বলেছিলেন, রান পেতে গেলে ক্রিজে থাকতেই হবে। সেই মত করে তৃণমূল থেকে ভাঙ্গিয়ে নেতাকর্মী আনার পাশাপাশি বাংলায় বিজেপিকে 18 টি আসন পাইয়ে দেওয়ার পেছনে ভূমিকা ছিল মুকুল রায়ের। আর এবার সেই মুকুল রায়ের ওপরেই মোক্ষম দায়িত্ব দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর বলছে, মুকুল রায় এবার তার ছক কষতে শুরু করে দিয়েছেন। একসময় বাজার সরকার বলে অভিহিত মুকুলবাবু এবার যেমন তৃণমূলের ঘর ভাঙবেন, ঠিক তেমনই বাম এবং কংগ্রেসের ঘর ভাঙ্গাও শুরু করবেন।যদিও সামনাসামনি মুখ খুলছেন না কেঊই। তবে ঘনিষ্টমহলের দাবি অনেক হেভিওয়েট মুকুলবাবুর সাথে যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই তৃণমূলের হয় ভাঙবেন মুকুল রায়। আর যদি তা একবার শুরু করে দেন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায়, তাহলে তাকে আটকানো অত্যন্ত মুশকিল হবে বলেই দাবি করছে পর্যবেক্ষকেরা।

কেননা মুকুলবাবু একবার খেলা শুরু করলে আর পিছন ফিরে তাকান না। তখন তার ব্যাটে শুধুমাত্র 4 এবং 6 থাকে। তাই দীর্ঘদিন ধরে ক্রিজে পড়ে থাকা মুকুল রায় হাতে ব্যাট পেলে একের পর এক ছক্কা মারতে শুরু করবেন, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন বিজেপির পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে মুকুল রায় আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষে স্রোত আনার জন্য কোন দলের ঘর ভাঙতে কতটা সক্ষম হন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!