এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বঙ্গভঙ্গের দাবিতে তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একজোট একাধিক শিবির

বঙ্গভঙ্গের দাবিতে তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একজোট একাধিক শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য ভাগের দাবি তুলেছেন বিজেপির একাধিক সাংসদ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি তুলেছেন। আবার জঙ্গলমহলকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি তুলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাবে সরব হল বাম ও কংগ্রেস শিবির, পাশে দাঁড়ালো তৃণমূলের।

উত্তরবঙ্গ, জঙ্গলমহলকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবির পেছনে বিজেপির সাংসদেরা জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে এখানকার মানুষদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। এলাকার সেভাবে কোন উন্নয়ন করেনি। তবে, তাঁদের এই দাবি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা গেল বাম-কংগ্রেস শিবিরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী জানালেন যে, একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবসের কথা বলছে, অন্যদিকে বিজেপির সাংসদেরা পশ্চিমবঙ্গকে ভাগ করার ডাক দিচ্ছেন। এসব ষড়যন্ত্র কোনভাবেই বরদাশ্ত করা হবে না। মনে রাখতে হবে বঙ্গভঙ্গ রোধ করে গর্ববোধ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলাকে ভাগ করে গর্ববোধ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

আবার এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, গোর্খাল্যান্ড, কামতাপুরী, গ্রেটার কোচবিহারের নামে বারবার উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত করা হয়েছে। আলাদা রাজ্য হলে সেখানকার মানুষের উন্নয়ন হবে বলে, মানুষকে ভুল বোঝানো হয়েছে। একজন সাংসদের কথাকে গুরুত্ব না দিয়ে বসে থাকলে চলবে না। এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। রাজ্য সরকারকে চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি নেতৃত্ব কৌশলী চাল দিচ্ছে। সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এভাবে বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপির বিরোধিতা করে সরব হলেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। এই দাবির বিরোধিতা করে উভয় দলের পক্ষ থেকে প্রস্তাব আনা হয়েছে। বাংলা ভাগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে চক্রান্ত রুখে দেবার জন্য সকলকে আহ্বান জানানো হলো বাম ও কংগ্রেস শিবির থেকে। তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গকে রাজ্য হিসেবে দেখে বিজেপি। রাজ্যভাগ বিজেপি সমর্থন করেনা। বঙ্গভঙ্গের দাবি কেউ করেন নি। তাঁরা অভিযোগ করেছেন যে, বঞ্চনা করা হচ্ছে। কোলকাতা বাদে জঙ্গলমহল, উত্তরবঙ্গের মানুষকে স্বাধীনতার পর থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!