এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > উপনির্বাচনে বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের নয়া চাল, শুরু জল্পনা

উপনির্বাচনে বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের নয়া চাল, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় ছিল যখন মুর্শিদাবাদে অধীর চৌধুরীর প্রবল রমরমা ছিল জেলায়। ভোট মানে অধীর চৌধুরীর জয় ছিল বাঁধাধরা। কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। মূলত সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের যে রমরমা ছিল, তা কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে আর নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ মুর্শিদাবাদ জেলা থেকেই কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বদলে তৃণমূল এবং বিজেপি এলাকা দখল করেছে। আর সে কারণেই এবার পুরভোট নিয়ে চিন্তায় কংগ্রেসের কর্মীরা। প্রসঙ্গত বাম জমানাতে কিংবা তৃণমূল গঠন হওয়ার পরেও বহুকাল ধরে এই জেলায় কংগ্রেসের আধিপত্য বজায় ছিল।

কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে গোটা বাংলা থেকে বামেদের পাশাপাশি কংগ্রেসও শূন্যে পৌঁছে গিয়েছে। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে দুটি লোকসভা আসনে জয় পেয়েছিল তৃণমূল। শুধুমাত্র বহরমপুরে কংগ্রেস জিতেছিল। কিন্তু এবারে বহরমপুরের দখল নিয়েছে বিজেপি। মুর্শিদাবাদ কেন্দ্রটিও বিজেপির দখলে এসেছে। এই অবস্থায় পুর নির্বাচন নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা চালাচ্ছে কংগ্রেস শিবির। এবং মুর্শিদাবাদ ও বহরমপুরের কংগ্রেস নেতারা এবার বামেরা নয় বরং তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চাইছেন বিজেপিকে ঠেকাতে। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার মধ্যে মুর্শিদাবাদ শহর এবং বহরমপুর শহর বরাবরই হিন্দু-অধ্যুষিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই দুই শহরের ভোট বিজেপি করায়ত্ত করেছে বলেই মনে করা হচ্ছে। এবার রাজ্যে শুরু হতে চলেছে পুর নির্বাচন এবং মনে করা হচ্ছে, পুর নির্বাচনে এই দুই শহরের পুরবোর্ড দখল করতে মরিয়া বিজেপি। কিন্তু এলাকার কংগ্রেস নেতারা বিজেপিকে ঠেকাতে সামনের উপনির্বাচনে তৃণমূলকে পাশে চাইছেন। প্রসঙ্গত রাজনীতির কারবারিদের মতে, এই দুই পুরসভায় কংগ্রেসের পক্ষে এককভাবে জেতা সম্ভব যেমন নয়, ঠিক তেমনি তৃণমূলেরও এককভাবে জেতা সম্ভব নয়।

এই অবস্থায় বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি না হয়ে যাতে এক জায়গায় আসে তাই কংগ্রেসের নিচুতলার নেতাকর্মীরা তৃণমূলের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে। এমনকি এই দুই কেন্দ্রে কংগ্রেস নেতাদের মতে যদি পরিকল্পনা এভাবে না হয়, তাহলে বিজেপিকে ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই অবস্থায় এখন কংগ্রেস এবং তৃণমূলের শীর্শ নেতৃত্বের পক্ষ থেকে এই পরিকল্পনায় গ্রীন সিগন্যাল দেওয়া হয় কিনা সেটাও দেখার। বিজেপিকে ঠেকাতে কি এই দুই দল একজোট হতে পারবে সেদিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!