এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় ক্ষমতায় আসলেই তদন্ত কমিশন? কোন বিষয়ে এমন উদ্যোগ বিজেপির? জেনে নিন!

বাংলায় ক্ষমতায় আসলেই তদন্ত কমিশন? কোন বিষয়ে এমন উদ্যোগ বিজেপির? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য সরকারের বিরুদ্ধে নানা সময় দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নিয়োগ থেকে শুরু করে নানা ব্যাপারে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে বড়সড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।

যেখানে ক্ষমতায় আসলে টেটের নিয়োগ নিয়ে তদন্ত কমিশন বসাবে বিজেপি বলে ঘোষণা করলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। স্বাভাবিক ভাবেই দিলীপবাবুর এই ধরনের ঘোষনাকে কেন্দ্র করে রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।সূত্রের খবর, বুধবার রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই টেটের মেধা তালিকা নিয়ে অভিযোগ করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “মেধাতালিকায় কোনো স্বচ্ছতা নেই। শুধু বলা হয়েছে, কোয়ালিফাইড কিনা! কোন মেধার ভিত্তিতে চাকরি পেলেন এই 16 হাজার 500 জন, সেটাই প্রশ্ন। এই চাকরি দেওয়ার নাম করে তৃণমূল সরকারের কিছু নেতা মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে গোটা বাংলা জুড়ে। পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই তালিকা সম্পূর্ণ অস্বচ্ছ। আমরা সরকারের কাছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছি।”

আর তারপরেই ক্ষমতায় আসলে টেটের নিয়োগ নিয়ে বিজেপির পক্ষ থেকে তদন্ত কমিশন বসানো হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে রাজ্যের ছাত্র-যুবদের সমর্থন নিজেদের দিকে আনার চেষ্টা করলেন। এক্ষেত্রে এতদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা সময় নানা নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু এবার টেটের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি ক্ষমতায় আসলে তদন্ত কমিশন বসিয়ে সকলে সুবিচার পাবে বলে আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলতে শুরু করেছেন, বিজেপির এখন প্রধান টার্গেট রাজ্যের ক্ষমতা দখল করা। আর সেই কারণে সকল স্তরের মানুষের সমর্থন পেতে রীতিমতো উদ্যোগী হয়েছে তারা। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় জনসভার মধ্যে দিয়ে ক্ষমতায় আসলে বিজেপি সুশাসন দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন দলের নেতারা। আর এবার রীতিমত তাক লাগিয়ে দিয়ে টেটের নিয়োগে দুর্নীতির কথা তুলে ধরে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে কি করা হবে, তা জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

স্বাভাবিক ভাবেই যে সমস্ত যুবক যুবতীরা টেটের নিয়োগে সুযোগ পাননি, তাদের মনে যে ক্ষোভ রয়েছে, তাকে উস্কে দিয়ে ছাত্র-যুবদের একটা বিরাট মাপের সমর্থন যাতে নিজেদের দিকে আনা যায়, সেই চেষ্টাই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সুকৌশলে করার চেষ্টা করলেন দিলীপবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!