এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলা নিয়ে আরও সিরিয়াস বিজেপি, কমিটি গঠনের পরেই আজ রাজ্যে চার হেভিওয়েট!

বাংলা নিয়ে আরও সিরিয়াস বিজেপি, কমিটি গঠনের পরেই আজ রাজ্যে চার হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় আসন কমে গেলেও বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা এতটুকুও কমেনি। বরঞ্চ তাদের ভোট শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে পশ্চিমবঙ্গ নিয়ে যথেষ্ট আশাবাদী কেন্দ্রীয় বিজেপি। তাই নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই তারা বাংলা নিয়ে আরও সিরিয়াস মনোভাব দেখাতে শুরু করেছে। ভোটের পর গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে সন্ত্রাস।‌ দিকে দিকে কর্মীরা আক্রান্ত। আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশে চার সদস্যের প্রতিনিধি দল আজই বাংলায় আসতে চলেছে।

সূত্রের খবর, আজ সন্ধাতেই রাজ্যে পা রাখবেন ভোট পরবর্তী সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে গঠিত চার সদস্যের প্রতিনিধি দল। যার মধ্যে রয়েছেন বিপ্লব দেব, রবিশংকর প্রসাদ, ব্রিজ লাল সহ আরও একজন মহিলা নেত্রী। বলাবাহুল্য গতকালই এই ৪ সদস্যের কমিটি বাংলার জন্য গঠিত করা হয়েছে বলে খবর সামনে আসে। আর আজই তারা রাজ্যেএসে বাংলার যে পরিস্থিতি ভয়াবহ এবং তাকে মোকাবিলার জন্য এবং কর্মীদের পাশে দাঁড়ানো যে প্রয়োজন, তা উপলব্ধি করেই বড় বার্তা দেবেন। যার ফলে একটা জিনিস পষ্ট হয়ে গেল যে, বাংলা নিয়ে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট সিরিয়াস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!