এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলায় এবারও হতাশ কংগ্রেস, ফলাফল পর্যালোচনায় বড় বৈঠকে প্রদেশ নেতৃত্ব!

বাংলায় এবারও হতাশ কংগ্রেস, ফলাফল পর্যালোচনায় বড় বৈঠকে প্রদেশ নেতৃত্ব!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা দেশে কংগ্রেস এবার ভালো ফলাফল করলেও, বাংলায় তারা সেই একই অবস্থাতেই রয়েছে। একটি মাত্র আসন পেয়েছে বঙ্গ কংগ্রেস। স্বাভাবিক ভাবেই ভোটের ফলাফলের পর অনেকদিন কেটে গিয়েছে। তাই এবার পর্যালোচনা বৈঠকে বসেছে প্রদেশ নেতৃত্ব।

সূত্রের খবর, আজ বাংলায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ডাকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে কংগ্রেসের পক্ষ থেকে এবারের লোকসভা নির্বাচনে যারা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছিলেন, তাদেরকেও এই বৈঠকে ডাকা হয়েছিল। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা থেকে জয়ী কংগ্রেসের সাংসদও। গোটা বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও।

একাংশ বলছেন, এই বাংলায় কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত পর্যালোচনা বৈঠক না করে যদি সঠিকভাবে উঠে দাঁড়াতে হয়, তাহলে তৃণমূল বিরোধীতার জন্য গঠনমূলক রাজনীতি করে বাংলার মানুষের মন জয় করতে হবে। কিন্তু বিজেপি যেভাবে বিরোধীদের জায়গা দখল করে নিয়েছে, তাতে কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে অবস্থা কার্যত অন্তঃসারশূন্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!